দাদী প্রকাশমণির জীবনী- Dadi Prakashmani Biography & Life Moments - The Academy For Better World

Dadi Prakashmani Biography & Life Moments - The Academy For Better World - Brahma Kumaris

দাদী প্রকাশমণিজির বিশেষ কিছু মুহুর্ত- 

The Academy For Better World Bangladesh
Dadi  Prakashmani
Dadi  Prakashmani was second Administrative representing Head of Prajapita Brahma Kumaris Godly Spiritual University (after Mateshwari Jagadamba Mamma). She was born in 1922 in Hyderabad, Sindh which now is in Pakistan. Her Loukik (worldly) name was Rama. Her father was a renowned astrologer. Since childhood, Rama was devoted to religion and spiritual knowledge. She had a deep devotional love for Shri Krishna.
In 1936, when  Rama was only 15 years old , she first came in contact of Om Mandli. In June 1965, after the death Mateshwari Jagadamba Mamma, Dadi was handed over more responsibilities of centers.

          

Her extraordinary talents,vision, values and qualities of leadership drive her to take up the challenges of starting spiritual service centres in Mumbai and Maharastra which was  the organisation’s Chief Coordinator of Maharastra, Gujrat & Karnataka zones in the 1950s and 1960s.
In 1954, Dadi led a delegation to the Second World Religious Congress in Japan. After the organization’s founding father, Brahma Baba, died in 1969, she became its Administrative Head. 
She served as President of the annual Universal Peace Conferences at Mount Abu from 1983 to 1993. It was under Dadiji’s dynamic leadership in the 1980s, that the Brahma Kumaris was designated an NGO in the United Nations Department of Public Information, with consultative status with the UN’s Economic & Social Council and with UNICEF. In 1988, she became the President of an International Peace Messenger.
On 25th August 2007, the soul of Dadi Prakashmani passed away.
Accolades:
• Dharma Chakra Medal (1984)
• Key to city of Los Angeles (1984)
• City Medals of Sao Paulo and Frankfurt (1984)
• United Nations International Year of Peace Medal (1986)
• International Peace Messenger Award from the UN Secretary General (1987)
• Honorary Doctor of Literature from Mohanlal Sukhadia University, Udaipur, India(1992)
• Giant Award for Social work from Giant International, Mumbai (1994)
• ’Dharma Ratna’, by World Religious Parliament, New Delhi.
• ’Priya Darshini’ award from Priya Darshini Academy, Mumbai, for outstanding
contribution towards Human Welfare and Global Peace.
• UNESCO special award for collecting 35 million signatures from all over India and 120
other countries in support and promotion of the UNESCO’s ‘Culture of Peace’ Project
entitled Peace Manifesto-2000 in the International Year of Culture of Peace -2,000 as
proclaimed by the UN General Assembly in the year 2,000.

দাদী প্রকাশমণির জীবনী 

১৯২২ সালে বর্তমান পাকিস্তানের হায়দ্রাবাদের সিন্ধু প্রদেশে দাদী প্রকাশমণির জন্ম হয়।  তাঁর লৌকিক নাম ছিল রমা। তাঁর পিতা একজন জ্যোতিষী ছিলেন। ছোটবেলা থেকেই তিনি কৃষ্ণের প্রতি অনুরাগী ছিলেন।
১৯৩৬ সালে যখন তাঁর বয়স ১৫ বছর , তিনি ওম মণ্ডলীর সংস্পর্শে আসেন। ১৯৬৫ সালে মাতেশ্বরী জগদম্বা মাম্মার দেহত্যাগের পর,  দাদী প্রকাশমণি -  কার্জ নির্বাহক প্রশাসক হিসেবে প্রজাপতি ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত ছিলেন ।
তাঁর  তার অসাধারণ প্রতিভা, দূরদৃষ্টি,এবং নেতৃত্বের গুণাবলির কারণে  আরও প্রসার এবং বেগবান হয় । মুম্বায় এবং মহারাষ্ট্রে সফলভাবে আধ্যাত্মিক সেবা কেন্দ্র  চালু করার চ্যালেঞ্জ মোকাবেলা করেন।
ব্রহ্মা কুমারীর প্রতিষ্ঠাতা , ব্রহ্মা বাবা ১৯৬৯ সালে মারা জাবার পরে তিনি প্রশাসনের প্রধান হোন।
১৯৮৩ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি মাউন্ট আবুতে ইউনিভার্সাল পিস কনফারেন্সের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেন।
দাদিজির প্রগতিশীল নেতৃত্বের কারণে জাতিসঙ্ঘের পাবলিক ইনফরমেশন  কর্তৃক ব্রহ্মা কুমারীর এনজিও হিসেবে স্বীকৃত হয়, এবং সেই সাথে জাতিসঙ্ঘের ইকোনমিক এবং সোসিয়াল কাউন্সিল এবং ইউনিসেফ থেকে কনসাল্টেটিভ স্ট্যাটাস লাভ করে ।
২০০৭ সালের ২৫ আগস্ট, দাদী প্রকাশমনি দেহত্যাগ করেন।
স্বীকৃতিঃ
• ধর্ম চক্র পদক (1984)
• লস এঞ্জেলেস শহরের প্রধান  (1984)
• সাও পাওলো এবং ফ্রাঙ্কফুর্টের সিটি পদক (1984)
• ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল ইয়ার অফ পিস মেডেল (1986)
• জাতিসংঘ মহাসচিব (1987) থেকে আন্তর্জাতিক শান্তি বার্তা পুরস্কার (১৯৮৭)
• মোহনলাল সুখাদিয়া বিশ্ববিদ্যালয়, উদয়পুর, ভারত (199২) থেকে সাহিত্যের জন্য ডক্টরেড ডিগ্রী লাভ
• বিশ্ব ধর্মীয় সংসদ, নয়াদিল্লির 'ধর্ম রত্ন'।
• অসামান্য মানব কল্যাণ এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় অবদানের  জন্য, প্রিয়া দর্শিনী একাডেমী, মুম্বাই থেকে 'প্রিয়া দর্শিনী" পুরস্কার লাভ

Dadi prakashmani ji Wallpaper - special moments - Brahma Kumaris


       

Dadi Prakashmani Ji - Portrait


          

#bk prakashmani - brahma kumaris

#প্রকাশমণি

 #দি একাডেমী ফর  এ বেটার ওয়ার্ল্ড 

#Dadi prakashmani Biography

#bk PrakashMoni Biography
#Dadi prakashmani brahma kumaris
#brahma kumaris wallpaper
#prakashmuni 
#prakashmoni 

মেডিটেশন কি ? রাজযোগ মেডিটেশন কিভাবে করবেন ? RajayogaBD

মেডিটেশন কি ? রাজযোগ মেডিটেশন কিভাবে করবেন ?  
এইখানে, অতি সহজ  উপায়ে করা যাই ,এমন একটি  মেডিটেশন নিয়ে আলোচনা করা হয়েছে  । মেডিটেশনটির নাম রাজযোগ  মেডিটেশন । আসুন শুরু করি..
পুরো লেখাটি mp3 বা অডিও আকারে শুনতে ক্লিক ক্রুনঃ 

আচ্ছা ,অনেকে বলে , “নিজেকে জানো” ।এই কথাটার অর্থ কি?আমরা নিজেকে কতোটুকু জানতে পারি?
আপনি কালকে কোথায় থাকবেন?কোথায় যাবেন? কি খাবেন? কেমন হবে আপনার চরিত্র? আজকে, “নিজেকে জানো” এই নামটা ব্যবহার করে জৈবিক কার্যাবলী নিয়ে কত টক শো ,নাটক হয়!!!এমনকি পারলে এনাটমি শিক্ষার মাধ্যমে কোন অঙ্গ-এর কি কাজ তা বিস্তারিত চিত্র দেখানো শুরু হয়। লাভ হয় কি এতে? কারো দৃষ্টিভঙ্গি কতোটুকু পালটানো গিয়েছে,তা আমি জানি না।আর, “নিজেকে জানো” শব্দটার বুৎপত্তি কোথায় তা নিয়ে কতোটুকু আলোচনা হয়েছে??বেশী দূর গেলে “নিজেকে জানো” বলতে বুঝায় “আত্নানং বিদ্‌ধি”। বাস!!!! অততুকুই!!! শেষ!!!


আচ্ছা ,অনেকে বলে , “নিজেকে জানো” ।এই কথাটার অর্থ কি?আমরা নিজেকে কতোটুকু জানতে পারি?
আপনি কালকে কোথায় থাকবেন?কোথায় যাবেন? কি খাবেন? কেমন হবে আপনার চরিত্র? আজকে, “নিজেকে জানো” এই নামটা ব্যবহার করে জৈবিক কার্যাবলী নিয়ে কত টক শো ,নাটক হয়!!!এমনকি পারলে এনাটমি শিক্ষার মাধ্যমে কোন অঙ্গ-এর কি কাজ তা বিস্তারিত চিত্র দেখানো শুরু হয়। লাভ হয় কি এতে? কারো দৃষ্টিভঙ্গি কতোটুকু পালটানো গিয়েছে,তা আমি জানি না।আর, “নিজেকে জানো” শব্দটার বুৎপত্তি কোথায় তা নিয়ে কতোটুকু আলোচনা হয়েছে??বেশী দূর গেলে “নিজেকে জানো” বলতে বুঝায় “আত্নানং বিদ্‌ধি”। বাস!!!! অততুকুই!!! শেষ!!!
আর আমাদের পণ্ডিতরা যখন দক্ষিণার জোরে বা জ্ঞানের ভাণ্ডার পূর্ণতা দেখানোর জন্য পাণ্ডিত্য দেখনো লাগে তখন আত্মা শব্দটি ব্যাবহার করে...আর এমন লেকচার দেয়া শুরু করে যাতে মনে হয় অচেনা জিনিস....আর আমাদের মত সাধারণ মানুষ ঐ সব লেকচার শুনে চরণ যুগল ধরে বলি “আপনি অনেক জানেন... নমঃ নমঃ ...আপনার মত মানুষ দেখি নাই...আপনি মানুষ না দেবতা..........”।অথচ এটা অতি সামান্য একটা ব্যাপার.........।


এবার অন্য প্রসঙ্গে আসি, একটা উদাহরন দিচ্ছি , আমরা যখন চোর ধরি,তখন আমাদের একটা প্রশ্ন উঠে নি,যে লোকটা কেন চুরি করল...?
অনেকে বলবে গরিব মানুষ খেতে পারে না তাই...। ok.. আর যাদের অভাব নেয়, বারবার চুরি করে ...তাদের সম্পর্কে কি বলবেন??? অভ্যাস ।আচ্ছা ,এই অভ্যাস বা সঙ্কস্কারটা কিভাবে দূর করা যায়...এই নিয়ে চিন্তা করে কয়জনে?? পণ্ডিতরদের এই জাইগায় দেখতে পারবেন না...gurranted...
Ok…আরেক প্রসঙ্গে আসা যাক, যিশূ খ্রিস্ট, গৌতম বুদ্ধ,স্বামী বিবেকানন্দ –এর মত এই সব মহাপুরুষ নিয়ে কত conference হয় !!! যিশূ খ্রিস্ট, গৌতম বুদ্ধ,স্বামী বিবেকানন্দ এরা ‘আত্মা’ নিয়ে কত কথাবার্তা বলেছে... এইগুলা নিয়ে conference-এ ওদের শিষ্যদের বলতে শুনেছেন কেউ?আমি শুনি নি। ধর্ম –কর্মের পিছনে কত টাকা যাই... ধর্ম নিয়ে কত মারামারি হয়... অথচ আমরা কে???? আমাদের আসল স্বরূপ কি?এইসব নিয়ে আলোচনা করতে দেখেছেন কোথাও??কেন করে না তা মনে ন্রি-তাত্তিক-দের গবেষণার বিষয়....

একজন মৃত মানুষ আর একজন জীবিত মানুষের মধ্যে পার্থক্য কি?একজনের প্রান আছে আর একজনের প্রাণ নেই। 'প্রাণ' জিনিষটা কি?কেউ কেউ বলে 'প্রাণ' জিনিষটা হল হার্ট বিট ।মানুষের যখন হার্ট বিট বন্ধ হয়ে যায়,তখন মানুষ মারা যায়।আচ্ছা মনে করুন তো এই উত্তরটা কি ঠিক?এমন অনেক সময়ই আছে যে ,'হার্ট বিট'বন্ধ হয়ে গেলও আবার চালু হয়।
আবার অনেকে মনে করে,যে ভালো মন্দের অনুভব আমাদের BRAIN -এর উপর নির্ভর করে...OK...আচ্ছা ভেবে দেখুন তো, আমাদের হঠাৎ করে কোন কোন সময় গান-বাজনা, ছবি আঁকা বা কবিতা লেখা এই ধরণের সংস্কার জেগে উঠে।তার মানে বোঝা যাই ,আমাদের মধ্যে এমন কোন চৈতন্য শক্তি আছে যার উপর নির্ভর করে,আমাদের সংস্কার বা বাঁচা-মরা ।
এই চৈতন্য শক্তিটা হল 'আত্মা'
এইবার প্রশ্নটা হল"আত্মা কি?"।এই আত্মা হচ্ছে এমন এক চৈতন্য শক্তি যার উপর নির্ভর করে আমাদের প্রাণের অস্তিত্ব যা আমাদের ভ্রুকুটির মধ্যস্থলে অবস্থান করে।




ব্যাপারটা বুঝিয়ে বলা যাক...
গীতাতে আমরা পড়েছি যে, আত্মা অনেক সূক্ষ্ম চৈতন্য শক্তি যাকে কাটা যায় না,আগুনে দহন করা যায় না,বায়ু দ্বারা আর্দ্র করা যায় না। এমনকি চোখ দ্বারা দেখা পর্যন্ত যাই না। অর্থাৎ আত্মা নিরাকার,অবিনাশী।
প্রথমে আত্মার গঠনে যাওয়ার আগে একটা প্রশ্ন জাগতে পারে ,যাকে চোখ দ্বারা দেখা যাই না,তার অস্তিত্ব অনুভব করবো কিভাবে?এই প্রসঙ্গে একজনের কথা মনে পড়ল। উনি হচ্ছেন মহাপুরুষ শ্রী রামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ।
একদিন স্বামী বিবেকানন্দ পথে হাটতে হাটতে ক্লান্ত হয়ে পড়েছিল। হঠাৎ সে মনে মনে বলে উঠল"আমি শক্তিশালী আত্মা"। সাথে সাথে তার মধ্যে একটা শক্তির অনুভব হল। ক্লান্তি দূর হয়ে আবার পথ চলতে শুরু করল।
এইভাবে আমরা যদি মনে করি যে ,আমি সূক্ষ্ম জ্যোতির্ময় আত্মা।আমি শক্তিশালী আত্মা।আমি পবিত্র আত্মা।আমি বিদ্বান আত্মা। ততই আমরা শক্তিশালী ,বিদ্বান হতে পারব।
এখন একটু গভীরে যাওয়া যাক......।।
আত্মা মুলত মন,বুদ্ধি,সংস্কার দ্বারা গঠিত। 'আত্মা' শব্দটা পরিচিত মনে হলেও গঠন সম্মন্ধে অজানা থাকতে পারেন। ব্যপারটা বিস্তারিত বলছি......।
মনঃ- আমরা যখন কোন সঙ্কল্প বা চিন্তা করি তখন অই চিত্রটা ভেসে উঠে মনে।আবার কোন কিছুর অনুভব কিন্তু
         মনে-তে হয়।অনুভব-এর ব্যাপারটা পরে বলেছি।।
বুদ্ধিঃ-আমরা যেই চিন্তাটা করি সেই চিন্তাটার বাছ-বিচার হয় বুদ্ধিতে ।চিন্তাটা খারাপ না ভাল তা নির্ণয় হয়
      বুদ্ধিতে।
ব্যাপারটা বুঝিয়ে বলা যাক-
ধরুন, ১।আপনি বাজারে যাবেন
২।কখন যাবেন,কিভাবে যাবেন
১নং লাইনটা আত্মার মনে কাজ করবে।আর ২নং লাইনটা আত্মার বুদ্ধিতে কাজ করবে।
এখন আসা যাক, সংস্কারে ।আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য-এর ভাল-মন্দ স্বভাব,গুন ব্যপারটা কাজ করে সংস্কারে।
মানুষের ভাল-মন্দ স্বভাবতো আমরা সবাই বুঝি। গুনের ব্যপারটা বুঝিয়ে বলি।
কেউ ছোটবেলা থেকে পিয়ানো বা গিটার-এর প্রতি অনেক আগ্রহ বা ভাল বাজাতে পারে। এইটা হল গুনের সংস্কার। ছোটবেলা থেকে যে সংস্কার জাগবে এমন কোন কথা নাই। মানুষের জীবনের যে কোন সময়ই যে কোন সংস্কার জাগতে পারে। এইসব সংস্কার time অনুসারে জাগ্রত হয়।


এখন আত্মার স্বরূপে আসা যাক......।।

আচ্ছা, আমরা আইনার সামনে দাঁড়ালে যে চেহারাটা ভেসে উঠে সেটা কি আমাদের আসল স্বরূপ ? অশান্তিতে জর্জরিত,ক্রোধে উন্মত্ত , কাম বাসনায় মগ্‌ন -চেহারাটা দেখে কি কোনদিন এই ধরনের প্রশ্নটা আসে নি?
এইটা আবার কি কথা??? আত্মার সাথে চেহারার কি সম্পর্ক?
আমি আগেই বলেছি যে, আত্মার মধ্যে মন থাকে। চেহারা হচ্ছে মনের দর্পণ। এইটা আবার কি রকম কথা???
একটু খেয়াল করি, আমরা যখন শান্ত বা শান্তিতে থাকি তখন কি ঘটে ? শান্ত-স্বরূপে আমাদের মনটা শান্তিতে থাকে। তখন চেহারাই প্রসন্ন ভাব কাজ করে।****
আবার আরেকটা জিনিস দেখি ,যখন কোন ধর্মীয় সংস্কার- মুসলমানদের রোযা,হিন্দুদের পূজা ,বৌদ্‌ধদের বা খ্রিস্টানদের ধর্মীয় উৎসব - ইত্যাদির মধ্যে আমরা যখন থাকি তখন আমাদের কি অনুভব হয়?
কি অনুভব হয় বলুন তো ??? খুশি ,আনন্দ ,পবিত্রতা ****
এবার আরেকটা পয়েন্ট -এ আসি ,আমাদের যখন মন দূর্বল অবস্থায় থাকে ,সবার সাথে খাপ খাওয়াতে পারি না ,কোনকিছু নির্ণয় করতে পারি না,সহ্য করতে পারি না তখন একটা অভাব কাজ করে,বলুন তো সেটা কি?
কি?? কি?? সেটা হচ্ছে ,শক্তি****
এইবার '*' পয়েন্টগুলো আরেকবার দেখি, মনে মনে চিন্তা করি তো আত্মার স্বরূপগুলো ...।
আত্মার স্বরূপঃ
১।আমি আত্মা শান্ত-স্বরূপ
২।আমি আত্মা শান্তি-স্বরূপ
৩।আমি আত্মা শক্তি-স্বরূপ
৪।।আমি আত্মা পবিত্র-স্বরূপ
৫।।আমি আত্মা আনন্দ-স্বরূপ


এইবার মূল পয়েন্ট -এ আসি...।
যারা এইটুকু মন দিয়ে পড়েছেন তাদেরে মনে একটা প্রশ্ন উঠতে পারে ,সেটা হচ্ছে যে ,আত্মার এইসব স্বরূপে থাকতে পারি না কেন?বা ভুলে গেলাম কিভাবে?????
আমাদের চারপাশের পরিবেশ মনের উপর প্রভাব ফেলে। আমরা এই জীবনে চলতে চলতে আত্মার সংস্কারও পরিবর্তন হয়। এইটা আবার কি ধরনের কথা কইতাছি???দাঁড়ান বুঝাইয়া কইতাছি...।।
একজন মানুষ যখন কোন খারাপ পরিবেশে গেল...ঐখানে কয়েকদিন থাকলে কি ধরনের পরিবর্তন হবে,বলুন তো?...খারাপ আচরণ করবে...কথায় কথায় গালি অথবা মারামারি করবে।
আর আরেকজনকে কোন ভাল পরিবেশে গেল....সেখানে কয়েকদিন থাকলে কি ধরনের পরিবর্তন হবে,বলুন তো?সোজা ব্যাপার...ভাল আচরণ করবে...।
এই থেকে বুঝা যাই,পরিবেশ মনের উপর প্রভাব ফেলে।
এইভাবে,ভালমন্দ পরিবেশে চলতে চলতে আমরা আমাদের আত্মার স্বরূপ ভুলে যায়।
এখন কথা হল, আত্মার স্বরূপ(identity)ফিরিয়ে আনব কিভাবে? পরমাত্মার সাথে আত্মার যোগের মাধ্যমে...।


পরমাত্মা - এইটা কি??এই জিনিসটা সম্মন্থে একটু বলা দরকার...


আমরা যেমন আত্মা উজ্জ্বল ,জ্যোতির্ময়ী সূক্ষ্ম । ঠিক পরমাত্মা সূক্ষ্ম আত্মা কিন্তু তিনি শান্তির সাগর...জ্ঞানের সাগর......শক্তির সাগর...



রাজযোগ মেডিটেশন...

এই রাজযোগ মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের আত্মার স্বরূপ ফিরিয়ে আনতে পারব...

পড়ার সাথে সাথে visualize বা চি্ন্তন করবেন......তাহলে সহজে বুঝতে পারবেন...
প্রথমে মনে করি,আমি এক জ্যোতির্ময়ী আত্মা...।তারার মত উজ্জ্বল ...।ভ্রূকুটির মধ্যস্থলে অবস্থিত।
তারপর,মনে করি, ঠিক তার উপরে আরেকটি আত্মা ...লাল বর্ণের... শান্তির সাগর...জ্ঞানের সাগর...শক্তির সাগর...নাম হচ্ছে পরমাত্মা।
পরমাত্মা থেকে সাদা বর্ণের শান্তির বর্শা বা শীতল শান্তির ঝর্নার ধারা পরছে... সেই ঝর্নার ধারা আত্মার উপর পরছে...আমি সেই ঝর্নার ধারাতে আমি সমাহিত...স্নাত...আমার আত্মা থেকে চারিদিকে শান্তির বর্শা ছড়িয়ে যাচ্ছে ...চারিদিক শান্তি শান্তি আর শান্তি...।


পরমাত্মা থেকে পবিত্রতার বর্শা বা পবিত্রতার ঝর্নার ধারা পরছে... সেই ঝর্নার ধারা আত্মার উপর পরছে...আমি সেই ঝর্নার ধারাতে আমি সমাহিত...স্নাত...আমার আত্মা থেকে চারিদিকে পবিত্রতার বর্শা ছড়িয়ে যাচ্ছে ...চারিদিক পবিত্রতা,পবিত্রতা আর ...পবিত্রতা...।
পরমাত্মা থেকে শক্তির বর্শা বা শাক্তির ঝর্নার ধারা পরছে... সেই ঝর্নার ধারা আত্মার উপর পরছে...আমি সেই ঝর্নার ধারাতে আমি সমাহিত...স্নাত...আমার আত্মা থেকে চারিদিকে শক্তির বর্শা ছড়িয়ে যাচ্ছে ...চারিদিক শক্তি,শক্তি আর শক্তি।

একটু কষ্ট করে বারাবার practice করুন......কম্পক্ষে দিনে চার থেকে পাঁচবার...পনের মিনিট করে
দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড
The Academy For a Better World - Bangladesh

রাজযোগ মেডিটেশনের সুফলঃ
১। এর মাধ্যমে আমরা পরম শান্তির অনুভব করতে পারি।
২। আমরা আমাদের সেই হারানো দিব্য গূণগূলো ফিরে পেতে পারি।
৩।এর মাধ্যমে আমরা অতীন্দ্রিয় শান্তি,আনন্দ অনুভব করতে পারি।
৪। মাথা ঠাণ্ডা রেখে যেকোনো কঠিন কাজ সহজে করতে পারি......।।
৫।আমরা আমাদের অশুভ সঙ্কস্কার-এর বদলে শুভ সঙ্কস্কার ফিরিয়ে আনতে পারব।

এই বিষয়ে যারা আরও জানতে  চান বা বাসায় বসে যারা মেডিটেশন করতে চান ভিডিও ফাইলটি download করে নিন।

http://www.youtube.com/watch?v=DJOk99Q1Kmk

THE ACADEMY FOR A BETTER World : "দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড"-এইখানে রাজযোগ মেডিটেশন শিখানো হয়। এর মূল কেন্দ্র ভারতে "BRAMHA KUMARIES "  নামে পরিচিত। সারা বিশ্বে এর অনেক BRANCH আছে। এই রাজযোগ মেডিটেশন -এর কোর্স বিনা মূল্ল্যে ধর্ম বর্ণ নির্বিশেষে শিখানো হয়।
পরিশেষে,একটা কথা বলি, জ্ঞানের কোন সীমা নেই...এখানে সামান্য কয়েকটি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে হলে "দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড"-এ আসার আমন্ত্রন রইল...


লোকেশন বা অবস্থানঃ 
ঢাকাঃ
১২ কে এম দাশ লেন, ঢাকা ,টিকাটুলি,বাংলাদেশ ।
সেন্ট্রাল মহিলা কলেজের বিপরীতে, ভোলাগিরি আশ্রমের সন্নিকটে।
ফোন নংঃ 0175-956163, 01721-812930,
E-mail : bkdhaka@yahoo.co.uk
চট্টগ্রামঃ
এ.সি.আর্কেড ( ৪র্থ তলা) ৫৯/৬২, নবাব সিরাজউদ্দৌলা রোড, সাব-এরিয়া (দত্ত সুইটসের এর পাশে পুলের উপর দশ তলা বিল্ডিং)
দেওয়ান বাজার, চট্টগ্রাম।
মোবাইলঃ 01920- 983131, 01842- 690586

আরও বিস্তারিত জানতে এই  link click করুন  ...

https://sites.google.com/site/meditationrajyoga/

Rajayoga Meditation- Audio Podcast Bangla- The Academy For a Better World| Rajayoga bd

Rajayoga Meditation- The Academy For a Better World - Audio Podcast Bangla

রাজযোগ মেডিটেশন - অডিও পডকাস্ট-  দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড

দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড
The Academy For a Better World - Audio Podcast 





THE ACADEMY FOR A BETTER World : "দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড"-এইখানে রাজযোগ মেডিটেশন শিখানো হয়। এর মূল কেন্দ্র ভারতে "BRAMHA KUMARIES "  নামে পরিচিত। সারা বিশ্বে এর অনেক BRANCH আছে। এই রাজযোগ মেডিটেশন -এর কোর্স বিনা মূল্ল্যে ধর্ম বর্ণ নির্বিশেষে শিখানো হয়।
পরিশেষে,একটা কথা বলি, জ্ঞানের কোন সীমা নেই...এখানে সামান্য কয়েকটি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে হলে "দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড"-এ আসার আমন্ত্রন রইল...


লোকেশন বা অবস্থানঃ 
ঢাকাঃ
১২ কে এম দাশ লেন, ঢাকা ,টিকাটুলি,বাংলাদেশ ।
সেন্ট্রাল মহিলা কলেজের বিপরীতে, ভোলাগিরি আশ্রমের সন্নিকটে।
ফোন নংঃ 0175-956163, 01721-812930,
E-mail : bkdhaka@yahoo.co.uk
চট্টগ্রামঃ
এ.সি.আর্কেড ( ৪র্থ তলা) ৫৯/৬২, নবাব সিরাজউদ্দৌলা রোড, সাব-এরিয়া (দত্ত সুইটসের এর পাশে পুলের উপর দশ তলা বিল্ডিং)
দেওয়ান বাজার, চট্টগ্রাম।
মোবাইলঃ 01920- 983131, 01842- 690586

আরও বিস্তারিত জানতে এই  link click করুন  ...

https://sites.google.com/site/meditationrajyoga/


tags:
#দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড - অডিও পডকাস্ট
#brahma_Kumaris_podcast
#the_academy_for_a-better_world_audio_podcast

The Academy For a Better World - Bk Anima| দি একাডেমি ফর এ বেটার ওয়ার্ল্ড- রাজযোগ মেডিটেশন সেন্টার

The Academy For a Better World - Bk Anima

দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড - বিকে অনিমা 


                 

Tags:

#Bk_shivani Bangladesh
#Brahma_Kumaris_Bangladesh
#The Academy For a Better World
#Rajjog_Meditation_program
#Motivation_speaker_bkshivani

The Academy For a Better World Live Tv Programme| Rajayoga bd

The Academy For a Better World - Tv Programme

দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড - ব্রহ্মা কুমারিজ টিভি প্রোগ্রাম । 

বাংলাদেশের টিভি প্রোগ্রামে বিকে শিবানী, কবিতা বেহেনজি , অনিমা বেহেনজি। 

Brahma Kumaris

            

              

Tags:

#Bk_shivani Bangladesh
#Brahma_Kumaris_Bangladesh
#The Academy For a Better World
#Rajjog_Meditation_program
#Motivation_speaker_bkshivani

#বিকে শিবানী, কবিতা বেহেনজি , অনিমা বেহেনজি

বিকে শিবানী জীবনী - Bk Shivani Biography -The Academy for a Better World Bangladesh

 Bk Shivani in Bangladesh-Brahma Kumaris Bangladesh -The Academy for a Better World 

Bk Shivani Biography -Brahma Kumaris Bangladesh -The Academy for a Better World


Shivani Verma is known as  BK shivani. She came into limelight after the tv programme "Awakening with Brahma Kumaris". 
She was born in 1972 on Pune in India. She pursued an electronics engineering degree at Pune University in 1994, and then was a lecturer for two years in Bharati Vidyapeeth College of Engineering. She joint a Brahma Kumaris around 1994.
She has visited India, the United States and Canada for conducting motivational lectures through public seminars and television programs. She is a goodwill ambassador of the World Psychiatric Association and a Rajyoga teacher Brahma Kumaris centre in Pune.

বিকে শিবানী জীবনী পরিচিতি

শিবানী বার্মা সবার কাছে বি কে শিবানী নামে পরিচিত । ২০০৭ সালে টেলিভিশন চ্যানেলে  " অ্যাওয়েকেনিং উইথ ব্রহ্মা কুমারিস" নামক প্রোগামের মাধ্যমে তিনি সবার নজরে আসেন। 

বিকে শিবানী ১৯৭২ সালে পুনেতে জন্মগ্রহণ করেন। তিনি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশুনা শেষে ভারতী বিদ্যাপীঠ  ইঞ্জিনিয়ারিং কলেজে লেকচারার ছিলেন। ১৯৯৪ সালের দিকে তিনি ব্রহ্মা কুমারীতে যোগদান করেন ।
 শিবানী বার্মা  ভারত , এমেরিকা , কানাডা ছাড়াও বিভিন্ন দেশে রাজযোগ বিষয়ে লেকচার প্রদান করেন এবং ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশনের শুভেচ্ছা দুত হিসেবে নিযুক্ত আছেন। বর্তমানে, তিনি ভারতের ব্রহ্মা কুমারীর পুনে সেন্টারে রাজযোগের  শিক্ষক হিসেবে ভুমিকা পালন করছেন।  

Balance Sheet of Life by Bk Shivani at 6:00pm



            

 Bk Shivani Wallpaper photos





Tags:

#Bk_shivani Bangladesh
#Brahma_Kumaris_Bangladesh
#The Academy For a Better World
#Rajjog_Meditation_program
#Motivation_speaker_bkshivani

#BK Sister Shivani Biography

# Bk Shivani Biography in Bangladesh

#বিকে শিবানি 

রাজযোগ মেডিটেশন pdf - দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড | Rajayoga BD

রাজযোগ মেডিটেশন (pdf)

by- দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড


download link: click here - Rajayoga Meditation Bangla 




tags:

#rajjog meditation
#meditation
#meditation pdf
#meditation bangla
#রাজযোগ মেডিটেশন
#দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড
#ব্রহ্মা কুমারী
#ব্রহ্মা কুমারিজ
#the academy for a better world
#the academy for a better world bangladesh
#brahma kumaris bangladesh
#meditation bangla