ওম্ শান্তি শব্দের অর্থ- What is The Meaning of Om Shanti | রাজযোগ মেডিটেশন - The Academy For a better World

om shanti meaning



ওম্ শব্দের অর্থ - ওম্ শান্তি শব্দের অর্থ - রাজযোগ মেডিটেশন

ওম্ শান্তি।* বাচ্চাদের ওম্ শান্তি-র অর্থ বোঝান হয়। ওম্ শব্দের অর্থ হল - আই এম আত্মা, আমি আত্মা, আমি আত্মা নিরাকার পরমাত্মার সন্তান। শরীরের পিতা হলেন তিনি যিনি জন্ম দিয়েছেন। তাকে বলা হয় শরীরের জন্ম দাতা পিতা এবং শিববাবা হলেন আত্মাদের পিতা। তিনি তো সদা-ই আছেন। অনেক অনেক কোটি কোটি আত্মারা নিজের নিরাকারী দুনিয়ায় থাকে। সেখানে সর্বদা নির্বিকারী-ই থাকে, বিকারী তো পরম ধামে থাকতে পারেনা। প্ৰথমে এই কথাটি পাকা করতে হবে - আমি আত্মা, আমার পিতা পরমাত্মা। আত্মার সম্পর্কে সবাই হল ভাই-ভাই। এই শরীরের পিতাকে বলা হয় লৌকিক পিতা। আত্মার পিতাকে বলা হয় পারলৌকিক পিতা।

The Meaning of Om Shanti
The meaning of “Om” is: I am a soul. I, the soul, am a child of the incorporeal Supreme Soul. The father of the body is the one who gave it a birth. He is called the father who gives birth to this body, whereas Shiv Baba is the Father of souls. He is always the Father. Millions and billions of souls reside in the incorporeal world where they are constantly viceless. Impure souls cannot reside in the supreme abode. First of all, you have to make the aspect of being souls firm and that your Father is the Supreme Soul. In the relationship of souls, all are brothers. The father of this body is called the physical father. The Father of the soul is called the Father from beyond. He is the one Father of everyone. People call out: “O God the Father! O Purifier! Merciful One!” It is souls that call out to the Father. Souls along with their bodies are unhappy. Then, in the golden age, souls experience happiness in their bodies, which is why that is called the land of happiness, heaven. This is hell. It is sung that everyone remembers God at the time of sorrow…. They remember the Purifier.


#ওম্ শব্দের অর্থ #ওম্ শান্তি শব্দের অর্থ#Om Shanti#Om Shanti meaning#Brahma Kumaris Om meaning

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন