প্রজাপিতা ব্রহ্মা বাবা দাদা লেখরাজের জীবনী- Prajapita Brahma Baba Dada Lekhraj Biography- The Academy For a Better World

Prajapita Brahma Baba Dada Lekhraj  Biography- The Academy For a Better World - Brahma Kumaris

The Academy For a Better World Bangladesh
Dada Lekhraj 

Prajapita Brahma Baba Dada Lekhraj  Biography: 

His full name  Lekhraj Khubchand Kriplani , the founder of Brahma Kumaris. His spiritual name is Prajapita Brahma Baba. He was born in a Hyderabad, Sindh in 1876. His father was a school teacher.
He started his career as a wheat merchant and later became a successful diamond merchant.
Since, the childhood, he was devoted into religion. Lekhraj was married to Jashoda and he had five children.
In 1936, he experienced  Godly Visions and Divine Visits. It inspired him to  establish a spiritual organisation called Om Mandali. He entrusted his whole wealth to establish Brahma Kumaris in 1937 that has now over 8500 branches in India and the world.
Lekhraj died on 18 January 1969, and the Brahma Kumaris subsequently expanded to other countries.

         

প্রজাপিতা ব্রহ্মা বাবা দাদা লেখরাজের জীবনী 

১৮৭৬ সালে হায়দ্রাবাদ সিন্ধু প্রদেশে ব্রহ্মা বাবা জন্মগ্রহণ করেন। প্রদেশটি বর্তমানে পাকিস্তানে অন্তর্ভুক্ত।  প্রজাপিতা ব্রহ্মা বাবার লৌকিক নাম ছিল লেখরাজ খুবচান্দ কৃপালিনী । বাবা স্কুলের শিক্ষক ছিলেন।  ছোটবেলাতেই  তাঁর মা মারা যান । দাদা লেখরাজের পত্নীর নাম যশোদা এবং তিনি পাঁচ সন্তানের জনক ছিলেন।
ব্রহ্মা বাবা খুব অল্প বয়সেই ব্যবসার প্রতি আকৃস্ট হন । শুরুতে তিনি গমের ব্যবসা করেন । তারপর ধীরে ধীরে হীরা ব্যবসায় সুনাম অর্জন করেন। ছোটবেলা থেকে  তাঁর ধর্ম , আধ্যাত্মিক জীবনের প্রতি ঝোঁক ছিলো ।
১৯৩৬ সালে তাঁর মধ্যে ধারবাহিকভাবে আধ্যাত্মিক দৃশ্যাবলী প্রকট হতে থাকে , এবং সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে তিনি ওম মণ্ডলী স্থাপন সংগঠন প্রবর্তন করেন। ১৯৩৭ সালে , তিনি তাঁর সমস্ত সম্পত্তি দান করে ব্রহ্মা কুমারী প্রতিষ্ঠা করে , যা বর্তমানে ভারত সহ সারা বিশ্বে ৮৫০০ টি শাখা প্রশাখা রয়েছে।
দাদা লেখরাজ ১৯৬৯ সালের ১৮ জানুয়ারিতে দেহত্যাগ করেন। তাঁর দেহত্যাগের পরেও ব্রহ্মা কুমারী সফলভাবে সারা বিশ্বে কার্যক্রম চালিয়ে যাচ্ছে । 


               

Brahma Kumaris-old-photos 

 Prajapita Brahma Baba - The Academy For a Better World - Brahma Kumaris

       
Tags:
#Brahma Kumaris-old-photos ; 
#the academy for a better world ; 
#ব্রহ্মা বাবা পুরনো কিছু ছবি ; 
# দাদা লেখরাজ কৃপালিনী ; 
#Dada Lekhraj Kripalani

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন