ষোলো কলা কি কি? What are the 16 kalas or 16 celestial degrees?- RajayogaBD- The Academy For a Better World

আমাদের ব্রাহ্মণ আত্মাদের ষোলো কলা সম্পূর্ণ হতে হবে .......এখান থেকেই আমাদের সংস্কারে ভরপুর হয়ে যেতে হবে ......তাহলে আসুন আমরা দেখি এই -

ষোলো কলা কি কি .....?- রাজযোগ মেডিটেশন- দি একাডেমী ফর  এ বেটার ওয়ার্ল্ড 

১) আরাম করার কলা
২ ) দৈবী ব্যবহার করার কলা
৩) সুস্থ থাকার কলা
৪) শিক্ষণের কলা
৫) পত্র লেখার কলা
৬) পালন করার কলা
৭) সামনে এগিয়ে যাওয়া এবং অন্যকে এগিয়ে দেওয়ার কলা
৮ ) মনোরঞ্জন করার কলা
৯ ) মিষ্টি কথা বলার কলা
১০) পরকে আপন বানানোর কলা
১১) নেতৃত্ব দেওয়ার কলা
১২) কোনকিছু শেখার কলা
১৩) পরিবর্তন করার কলা
১৪ ) ব্যর্থ থেকে সমর্থ হওয়ার কলা
১৫ ) প্রশাসন করার কলা
১৬ ) অন্তর্লীন করার কলা
💫 এই হলো ষোলো কলা 💫
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
💫 ১) আরাম করার কলা --
যদি আমরা জীবনে নিশ্চিতভাবে এই কথা ধারণ করতে পারি যে ......পরমাত্মাই আমাদের জীবনের বাস্তবিক নির্দেশক এবং অভিনেতা আর আমরা কেবলমাত্র তাঁর উপকরণ মাত্র, তখন আমরা অসুস্থতার সময়ও সদা সন্তুষ্ট এবং আরামের সাথে থাকতে পারবো l আমাদের সদা এই জ্ঞান থাকা উচিত, এ যা কিছুই আমাদের জীবনে ঘটে চলেছে, এ আমাদেরই পূর্ব কর্মের কারণ, তখনই আমরা বিভিন্ন পরিস্থিতিতে স্থির থাকতে সক্ষম হবো l
💫২) দৈবী ব্যবহার করার কলা --
সকলের প্রতি আমাদের প্রাকৃতিক ব্যবহার নিঃস্বার্থ প্রেম, সম্মান, দিব্য পরিবারের মতো মিষ্টতা, স্নেহ এবং মমতায় ভরপুর হওয়ার প্রয়োজন l
💫৩) সুস্থ থাকার কলা -- আত্ম - অভিমানী স্থিতিতে সমস্ত কার্য করাই হলো সুস্থ জীবনের পুঁজি l এই বিশ্ব নাটকের গভীর রহস্যকে অনুধাবন করে যে কোনো পরিস্থিতিতে খুশী থাকাই হলো সুস্থ থাকার কলা l
💫 ৪) শিক্ষণের কলা -- শিক্ষণের কলার সার হলো স্নেহপূর্ণ ব্যবহার l
💫 ৫) পত্র লেখার কলা -- বাবার পত্র প্রত্যেকেরই জীবনে প্রেরণার স্রোত রূপে ব্যবহার করা হয় l বাবার পত্র এই পড়ার ইচ্ছাকে বারে বারে বাড়িয়ে তোলে l বাবা নিজের পত্রকে অন্যের জীবনের সমস্যার সমাধানের জন্য ব্যবহার করতেন l
💫 ৬) পালন করার কলা -- এক মায়ের মতো বাবা তাঁর সন্তানদের নিঃস্বার্থ ভালোবাসা, বলিদান আর সেবার সাথে গাইড করতেন l
💫 ৭) সামনে এগিয়ে যাওয়া এবং অন্যকে এগিয়ে দেওয়ার কলা --
যে পরীক্ষাই আসুক না কেন, সবসময় লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতেন l
💫৮ ) মনোরঞ্জন করার কলা --
বাবা বাচ্চাদের হাসিমুখে মনোরঞ্জন করে জ্ঞান প্রদান করতেন l
💫 ৯ ) মিষ্টি কথা বলার কলা -- মিষ্টি কথার সাথে কোনো ব্যক্তি যে কোনো পরিস্থিতি পার করতে পারে l আত্ম অভিমানী স্থিতিতে মানুষ সবসময় মিষ্টি কথাই বলে থাকে l
💫১০ ) পরকে আপন বানানোর কলা --
সম্বন্ধতে মাধুর্য আনতে হবে l বাবা নিরাশাজনক আত্মার মধ্যে আশার সঞ্চার করতেন l
💫১১ ) নেতৃত্ব দেওয়ার কলা --
নেতার কাজ হলো মানুষকে জাগ্রত করা আর তাদের প্রগতির জন্য উৎসাহিত করা l বাবা অনায়াসেই যে কোনো প্রচেষ্টাকারীকে এক নেতা বা শিক্ষকে পরিবর্তিত করতেন l
💫 ১২) কোনকিছু শেখার কলা --
কারোর জীবন পরিবর্তন করাতেই শেখার তাৎপর্য l ব্রহ্মাবাবা বৃদ্ধাবস্থা প্রাপ্ত করার পরেও সবসময় নিজেকে এক ছাত্র রূপে বিচার করতেন l কিছু শিখতে গেলে জিজ্ঞাসার প্রয়োজন l
💫 ১৩ ) পরিবর্তন করার কলা --
বাবার কথা হলো, জীবনের উদ্দেশ্য এবং কর্তব্য বোঝার পরে, নিজের জীবন এবং পুরানো সংস্কারকে পরিবর্তন করা অসম্ভব নয় l ব্রহ্মা বাবার নিজের জীবনে, এই ধরনের পরিবর্তন স্পষ্টভাবে দেখা গিয়েছিলো l
💫 ১৪ ) ব্যর্থকে সমর্থে পরিণত করার কলা --
নিজের পুরানো সংস্কার আর পুরানো স্বভাবকে পরিবর্তনের কলা শেখার পরে, বাবা অন্যদের ক্ষেত্রেও তার প্রয়োগ করতেন l তিনি সবসময় পবিত্রতার সমস্ত দুনিয়াকে পরিবর্তনের চিন্তা করতেন l
💫 ১৫ ) প্রশাসন করার কলা --
মহান কলাকার বা ব্যবস্থাপক সেই যে সাধনের সাথে প্রতি কাজকে সম্পূর্ণ করতে পারে l বাবার আদর্শ বাক্য ছিলো -- কাজ শুরু করো তখন সাধন স্বচালিত রূপে আসতে শুরু করবে l বাবা সবসময় অন্যদের নতুন কিছু করানোর অবসর খুঁজতেন l
💫১৬) অন্তর্লীন করার কলা --
এই কথা বাবার জীবনে মিশে গিয়েছিলো যে যদি কোনো বাচ্চা বাবাকে বিশ্বাস করতো, বাবা এক সাগরের মতো তার সমস্ত দুর্বলতাকে শোষণ করে নিতেন আর অন্যদের এর আভাস পর্যন্ত হতে দিতেন না l
🌹🌹ওম শান্তি 🌹🌹 

 what are the 16 Celestial Degrees- The Academy For a Better World Bangladesh


Solah Kala Sampooran& its Definitions
☀☀ १६ कलाएॅ 🌙🌙


  •  ART OF RELAXATION

( आराम करने की कला ) ---

If we live our life with the definite belief that the Supreme Soul is the real director and actor and we are only His instruments, we can always remain contented and relaxed even in illness. The knowledge that this is all on account of our own past deeds enables us to be stable in varying-situations.


  •  ART OF DEALING OR BEHAVIOUR

( दैवीय व्यवहार करने की कला ) --

Our behaviour towards all should be such that it is full of natural and selfless love, respect, divine family feeling and sweetness.


  • ART OF KEEPING HEALTHY

( स्वस्थ्य रहने की कला ) ---

Performing all deeds in soul- conscious stage is the key to be healthy. Understanding the deep secret of drama and remaining happy in all situations- is the art of keeping healthy.


  • ART OF TEACHING

( सिखाने की कला ) ---

The essence of art of teaching is loveful behaviour.


  • ART OF LETTER WRITING

( लिखने की कला ) --

Baba's letters used to be the source of inspiration in everybody's life. Baba's letters created desire for repeated reading. Baba used to win others through his letters.


  •  THE ART OF SUSTENANCE

( पालना करने की कला ) --

Like a mother Baba used to bring up and guide the children with great love, sacrifice, service and with tirelessness.


  •  ART OF MARCHING AHEAD & INSPIRING OTHERS TO MARCH AHEAD

(आगे बढ़ने व बढ़ाने की कला) --

Whatever challenges (tests) come on the way, always go on marching ahead to the goal.


  •  ART OF ENTERTAINMENT

( मनोरंजन की कला ) ---

Baba used to entertain and make children laugh while imparting knowledge.


  •  ART OF SWEET TALKING

( मधुर बोलने की कला ) ---

With sweet words, a person crosses many difficult situations. In soul-conscious stage, a man always speaks sweet words.


  • THE ART OF MAKING ONE’S OWN

( दूसरों को अपना बनाने की कला ) ---

Bringing warmth in relations. Baba used to fill hope in hopeless souls.


  •  THE ART OF LEADERSHIP

( नेतृत्व करने की कला ) ---

Leader's task is to awaken people and encourage them to progress. Baba effortlessly turned every effort- maker into a leader or a teacher.


  • . THE ART OF LEARNING

( सीखने की कला ) --

Learning implies transformation in one's life. Brahma Baba, even after attaining old age, always used to consider himself just a student. Learning needs inquisitiveness.


  • THE ART OF TRANSFORMATION OR MOULDING

( परिवर्तन करने की कला ) ---

Baba used to say that after understanding one's duty and aim of life, it is not difficult to mould oneself and transforming one's life style and the old sanskars. In Brahma Baba's own life, such transformation was evident.


  • .THE ART OF CHANGING WASTE INTO BEST

( व्यर्थ से समर्थ करने की कला ) ---

After making others to give up their old sanskars (tendencies) and old habits, Baba used to inspire them to transform these into good habits. He always uphold the pious thought to transform the vicious world into viceless.


  • THE ART OF ADMINISTRATION

(प्रशासन करने की कला) ---

The greatest artist or administrator is one who can complete a task with minimum means. Baba's motto was- 'Begin the job and means will automatically start coming by themselves'. Baba always used to give an opportunity to everyone to do something or the other.


  • THE ART OF ABSORBENCE

( समाने की कला ) ---

It was observed in Baba' s life that if any child used to put his/her confidence in Baba, Baba used to absorb his weakness like an ocean and never expressed it to others.

⭕〽🌸Shanti✨✨
👑👑👑👑🎀👑👑👑👑
source: 

ওম্ শান্তি শব্দের অর্থ- What is The Meaning of Om Shanti | রাজযোগ মেডিটেশন - The Academy For a better World

om shanti meaning



ওম্ শব্দের অর্থ - ওম্ শান্তি শব্দের অর্থ - রাজযোগ মেডিটেশন

ওম্ শান্তি।* বাচ্চাদের ওম্ শান্তি-র অর্থ বোঝান হয়। ওম্ শব্দের অর্থ হল - আই এম আত্মা, আমি আত্মা, আমি আত্মা নিরাকার পরমাত্মার সন্তান। শরীরের পিতা হলেন তিনি যিনি জন্ম দিয়েছেন। তাকে বলা হয় শরীরের জন্ম দাতা পিতা এবং শিববাবা হলেন আত্মাদের পিতা। তিনি তো সদা-ই আছেন। অনেক অনেক কোটি কোটি আত্মারা নিজের নিরাকারী দুনিয়ায় থাকে। সেখানে সর্বদা নির্বিকারী-ই থাকে, বিকারী তো পরম ধামে থাকতে পারেনা। প্ৰথমে এই কথাটি পাকা করতে হবে - আমি আত্মা, আমার পিতা পরমাত্মা। আত্মার সম্পর্কে সবাই হল ভাই-ভাই। এই শরীরের পিতাকে বলা হয় লৌকিক পিতা। আত্মার পিতাকে বলা হয় পারলৌকিক পিতা।

The Meaning of Om Shanti
The meaning of “Om” is: I am a soul. I, the soul, am a child of the incorporeal Supreme Soul. The father of the body is the one who gave it a birth. He is called the father who gives birth to this body, whereas Shiv Baba is the Father of souls. He is always the Father. Millions and billions of souls reside in the incorporeal world where they are constantly viceless. Impure souls cannot reside in the supreme abode. First of all, you have to make the aspect of being souls firm and that your Father is the Supreme Soul. In the relationship of souls, all are brothers. The father of this body is called the physical father. The Father of the soul is called the Father from beyond. He is the one Father of everyone. People call out: “O God the Father! O Purifier! Merciful One!” It is souls that call out to the Father. Souls along with their bodies are unhappy. Then, in the golden age, souls experience happiness in their bodies, which is why that is called the land of happiness, heaven. This is hell. It is sung that everyone remembers God at the time of sorrow…. They remember the Purifier.


#ওম্ শব্দের অর্থ #ওম্ শান্তি শব্দের অর্থ#Om Shanti#Om Shanti meaning#Brahma Kumaris Om meaning