The Academy For a Better World Bangladesh, Brahma Kumaris, Bangladesh
সম্পুর্ণ আত্মিক বিকাশ এবং মানব কল্যাণের লক্ষ্য সামনে রেখে ঢাকায় রাজযোগ মেডিটেশন সেন্টার- "দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড, বাংলাদেশ"- (THE ACADEMY FOR A BETTER WORLD, Dhaka , Bangladesh)- এর স্থাপনা হয় ২০০০ সালে। এই অলাভজনক সংস্থার আন্তর্জাতিক হেডকোয়ার্টার ভারতের রাজস্থান মাউন্ট আবুতে অবস্থিত এবং সারা বিশ্বে এটি "প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়" (Prajapita Brahma kumaris Godly University ) নামে পরিচিত। পৃথিবী জুড়ে একশ দশটিরও বেশি দেশে এই প্রতিষ্ঠানের নয় হাজারোর বেশি শাখা প্রশাখা রয়েছে।
এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পাবলিক ইনফরমেশন কর্তৃক স্বীকৃত এবং ইকোসক (ECOSOC) এবং ইউনিসেফ কর্তৃক কন্সালটেটিভ স্ট্যাটাস প্রাপ্ত। ওয়ার্ল্ড পিস্ মেডাল (World Peace Medal) এবং ইন্টার ন্যাশনাল পিস মেসেঞ্জার এয়াওর্ড সহ বহু পুরস্কারে ভূষিত।
বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন বা নিম্ন লিখিত ঠিকানায় যোগাযোগ করুন।
রাজযোগ মেডিটেশন - দি একাডেমি ফর এ বেটার ওয়ার্ল্ড
যোগাযোগের ঠিকানাঃ
ঢাকাঃ১২ কে এম দাশ লেন, ঢাকা ,টিকাটুলি,বাংলাদেশ ।
সেন্ট্রাল মহিলা কলেজের বিপরীতে, ভোলাগিরি আশ্রমের সন্নিকটে।
ফোন নংঃ 0175-956163, 01721-812930,
E-mail : bkdhaka@yahoo.co.uk
চট্টগ্রামঃ
এ.সি.আর্কেড ( ৪র্থ তলা) ৫৯/৬২, নবাব সিরাজউদ্দৌলা রোড, সাব-এরিয়া (দত্ত সুইটসের এর পাশে পুলের উপর দশ তলা বিল্ডিং)
দেওয়ান বাজার, চট্টগ্রাম।
মোবাইলঃ 01920- 983131, 01842- 690586
দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড - এর কিছু মুহুর্ত -
2015 সালের বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড এর শোভাযাত্রা ।
2015 সালের বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড এর শোভাযাত্রা ।
tags: #The Academy For a Better World Bangladesh,# Brahma Kumaris, Bangladesh
#দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড
#ব্রহ্মা কুমারিজ বাংলাদেশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন