শক্তি আর স্নেহ ⚡
বর্তমান সময়ে আত্মার অধিক প্রয়োজন হলো শক্তির l জন্ম - জন্মান্তর পার করে আত্মা অনেক বিকর্ম রূপী আবর্জনা একত্রিত করে ফেলেছে, যার ফলে আত্মা ভারী আর নির্বল হয়ে গেছে আর এই কারণেই আত্মা তার সর্বোচ্চ ক্ষমতা অনুসারে কার্য করতে পারে না l যখন আমরা আমাদের আন্তরিক স্রোতের সঠিক প্রয়োগ করতে সক্ষম হই, তখনই শক্তির প্রাপ্তি করি যার প্রভাবে আমরা ভগবানের নিকটে থাকতে সক্ষম হই তথা নিজের লক্ষ্যেও পৌঁছাতে পারি l মনকে সাধারণ, সাংসারিক, সংকুচিত বিচারে রাখা হলো সময় আর উর্জাকে নষ্ট করা l কেননা আত্মা এই প্রকারে নিজের সঙ্কল্প, শক্তি এবং শ্বাসকে ব্যর্থ নষ্ট করে আর পথভ্রষ্ট হয়ে পড়ে তথা ঈশ্বরের সাথও ছেড়ে দেয় l অন্যকে দোষ দেওয়া বা অভিযোগ করা তো এক বাহানা মাত্র l এ হলো আর এক ভুল যা আরো বেশী উর্জা আর শক্তির হ্রাস করে l
এখন এই ধরনের কাজ করার অধিক সময় নেই l এই বিষয়কে বোঝার চেষ্টা করুন যে আমাদের প্রত্যেকের শক্তির প্রয়োজন আর তা বৃদ্ধিরও প্রয়োজন l যেমন যেমন শক্তির বৃদ্ধি পাবে, তেমনই স্নেহও বাড়তে থাকবে l
☀☀☀☀☀☀☀☀☀☀
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন