আমাদের পাঁচ স্বরূপ ---:
1. *বীজ স্বরূপ* -- আমি আত্মা পরমধাম নিবাসী , সর্বগুণ শক্তিতে ভরপুর -- সর্বশক্তিমান বাবা পরমপিতার সন্তান | এখানে আমি আত্মা শান্তি , আনন্দ , প্রেম , সুখ আর পবিত্ৰতার সঞ্চার | আমি আত্মার এটা সম্পন্ন স্বরূপ |
2. *দৈবী স্বরূপ* --: সত্যযুগে স্বর্গে আমি আত্মা দৈবীয় গুণ আর শক্তিতে সম্পন্ন দৈবীয় স্বরূপ আমার -- এটা আমি আত্মার দিব্য স্বরূপ , কত সুন্দর , কত স্নেহের …
3. *ব্রাক্ষণ স্বরূপ* --: সঙ্গমযুগে আমি আত্মা প্রজাপিতা ব্ৰহ্মাবাবা দ্বারা পরমপিতা শিববাবা আমায় সত্যিকারের ব্রাক্ষন বানান - এখানে আমি বাবা শিক্ষক , সতগুরুর সর্বশ্রেষ্ঠ জ্ঞানবলে ব্রাক্ষণ হওয়ার সৌভাগ্য প্রাপ্ত করেছি |
4. *ফরিস্তা স্বরূপ* --: অমৃতবেলা থেকে নিয়ে রাত পর্য্যন্ত বাবাকে নিজের চার্ট দেওয়া অব্দি গহন শান্তি অনুভব করার ফরিস্তা হচ্ছি |
5. *জ্যোতির্বিন্দু স্বরূপ* ---: স্বয়ংকে দেহ থেকে আলাদা ( detach) করে জ্যোতির্বিন্দু স্বরূপ বুঝবে -- টুইঙ্কল স্টার বোঝার কারণে মনসা , বাচা , মৌন সহজ হয় | দেহে থেকেও বিদেহী স্থিতি কত সুন্দর হয় -- কত স্নেহের আর ন্যায়ারী অবস্থা হয় | !! ওম শান্তি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন