শিববাবা যদি স্মরণে থাকে তাহলে সবকিছুই আছে ॥ এই দেহ, দুনিয়া, বৈভব, পদার্থ, সম্বন্ধ -সম্পর্কে যদি হালকা অনুভব করতে হয়, তাহলে আমরা শিববাবাকে স্মরণ করবো । বুদ্ধি, দৃষ্টি, বৃত্তি, মন, সঙ্কল্প, কর্ম এবং কর্মেন্দ্রিয়কে যদি ভরপুর করতে হয়, আর হালকা রাখতে হয় তাহলেও শিববাবাকেই স্মরণ করবো ।*
*বিভ্রান্ত, বিচলিত ভাব বন্ধ করতে হলেও শিববাবাই সহায় ।*
*কল্পনা দুশ্চিন্তা সমাপ্ত করতে হলেও শিববাবাকে স্মরণ করবো ।*
*সব মিলিয়ে এই কথা খুবই গুরুত্বপূর্ণ যে, এই মুহূর্তে আমরা কাকে স্মরণ করছি ।*
*শিববাবার স্মরণে আত্মা আর সম্পূর্ণ রচনা ভরপুর হয়, অন্য কারোর স্মরণে তা হয় না, তাই এই কথা আত্মার অনুভব করা উচিত যে কাকে স্মরণ করতে হবে, আর কাকে নয় ।*
*আত্মা যখন বাবার স্মরণে এবং প্রেমে পূর্ণ হয় তখন অন্য কিছুই আর স্মরণে আসে না ।*
*সত্যযুগে আত্মা ভরপুর থাকে, সাত গুণে সমৃদ্ধ, সম্পন্ন, স্মরণ মুক্ত থাকে, সমান, স্থির, নিশ্চিন্ত এবং মালিক থাকে ।*
*কলিযুগে আত্মা খালি, বিপন্ন, ব্যভিচারী, এবং দাস মনোভাবের থাকে ।*
*সম্পূর্ণ কল্পের জন্য একটাই মহামন্ত্র ---"এক বাবা, দ্বিতীয় আর কেউই নয়"--- সঙ্গম যুগের এই মহামন্ত্রই আত্মাকে পূর্ণ করে ।*
🙏 *ওম শান্তি* 🙏
💫💫💫💫👆👆💫💫💫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন