*আত্মার প্রতিচ্ছবি* 律♂
*এপিসোড ➡ 1⃣*
*বি কে সিস্টার শিবানী*
*আমরা আজ পর্যন্ত বুঝে এসেছি যে, আমি কে--- অর্থাৎ তখন আমাদের এই শরীরটাই নজরে এসেছে। জ্ঞানের মাধ্যমে জানতে পারলাম যে -- আমি একজন আত্মা, যে এই শরীরে বসবাস করি....!*
*আমরা এ'কথা ভুলে গেছি যে আমরা হলাম আত্মা। আমাদের জীবনের উদ্দেশ্য শুধুমাত্র ধন, মান, সম্মান, নাম যশ উপার্জনেই রয়ে গেছে আর আমরা আমাদের সন্তানদেরও এই সবই দিতে চেয়েছি। আর এইসবের মধ্যে আমরা আত্মার লালন পালন করতেই ভুলে গেছি...!*
*আজ আমরা ছোটছোট কথাতে ঝিমিয়ে পড়ছি। পরমাত্মা ভগবান আমাদের বলছেন লজ্জাবতী গাছের মত হয়ো না। যাকে স্পর্শ করলেই মূষড়ে পড়ে। কিন্তু আমাদের সারাদিন প্রস্ফুটিত গোলাপ হয়ে থাকতে হবে।*
*এক একটি ফুলের ব্যবহার আমরা আলাদা আলাদা ভাবে করে থাকি, দুঃখেও এবং সুখেও, কিন্তু যে কোনো অবস্থায় ফুল সুন্দরই থাকে। একদম টাটকা, তাই না---আমাদের সবসময় এইরকমই থাকতে হবে...!*
*এই আত্মা সারাদিন কতকিছু করে, এই শরীরকে চালনাও এই আত্মাই করে। কখনও কি আমরা ভেবেছি এই আত্মাকে লালন পালন করার জন্য আমরা কি দিয়েছি ? যখনই আমি আত্মা এই শরীর থেকে বেড়িয়ে যাব তখন এই শরীর কিছুই করতে পারবে না।*
*আজ আমরা কেবল সমস্যার কথাই বলি সমাধানের কথা নয়। এর সমাধান একমাত্র আত্মার উন্নতির দ্বারাই সম্ভব।*
*যদি চারা গাছ ঝিমিয়ে যায় তাহলে তাতে জল দিলে সে যেমন আবার সতেজ হয়ে যায়, ঠিক তেমনি আত্মার লালন পালন করলে আত্মাও শক্তিশালী হয়ে যায়।*
*আজ থেকে আমরা একমাত্র এই সঙ্কল্প করব যে, আত্মাকে শক্তিশালী করার জন্য নিজেই নিজেকে ভালো ভালো যেন সঙ্কল্পের খাবার দিতে পারি ।*
*আমাদের নিজের প্রকৃত স্বরূপে স্থির থাকতে হবে ।*
*ওম শান্তি*
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন