শুভ অমৃতবেলার যোগ

শুভ অমৃতবেলার যোগ* ♦♦
আজ অমৃত বেলার পবিত্র মুহূর্তে আমি আত্মা, বাবার গভীর স্মরণে বসেছি --- কিছু সময় পরে নিজের অন্তর্নিহিত শক্তিকে উপলব্ধি করতে থাকি --- মনের মধ্যে এই প্রশ্ন ওঠে, আমি আত্মা কি ব্রহ্মা বাবার সমান হয়েছি ?
আমিও ব্রহ্মা বাবার মতো নিজের সূক্ষ্ম অন্তর্বাহক ফরিস্তা স্বরূপ দ্বারা সারা সৃষ্টি, তথা প্রতিটি গ্রহ নক্ষত্রকে পবিত্র করে তুলতে চাই •••• সঙ্কটাপন্ন, ভয়গ্রস্ত, চিন্তাগ্রস্ত আত্মাদের সহায়তা করতে চাই --- আমি সারা সৃষ্টির বায়ুমণ্ডলকে শুদ্ধ পবিত্র বানাতে চাই ।
বাস্তবে দিব্য চমত্কারী ব্রহ্মাবাবা সম্পূর্ণ হওয়ার পরে, আজও নিজের সূক্ষ্ম অন্তর্নিহিত ফরিস্তা শরীর দ্বারা, সূক্ষ্ম তথা স্থূল জগতকে সকাশ প্রদান করছেন -- তাদের শুদ্ধ পবিত্র বানাচ্ছেন ••• অসহায় আত্মাদের শক্তিতে ভরপুর করে তাদের সহায়তা করছেন ••• এমনই দিব্য চমত্কারী ফরিস্তা আমাকেও হতে হবে ।
শিববাবা আমার সংকল্প সিদ্ধির জন্য, আমার প্রতি দৃষ্টি দিয়ে নিজের অলৌকিক শক্তি প্রবাহিত করছেন, আর আমার স্থূল শরীর বিলীন হয়ে গেছে , আর আমি আত্মা নিজের সূক্ষ্ম অদৃশ্য প্রকাশময় ফরিস্তা রূপ ধারণ করেছি ।
বাপদাদা দ্বারা তাঁদের সমস্ত অলৌকিক দিব্য শক্তি, নিজের মধ্যে ভরপুর করে আমি সারা বিশ্বে ভ্রমণ করছি আর সবাইকে সকাশ দিচ্ছি ।
দারিদ্রতায় পীড়িত আত্মাদের মনসা সকাশ রূপী অনন্ত বাহু প্রসারিত করে ভোজন উপলব্ধি করাচ্ছি --- হেরে যাওয়া, শক্তিহীন, উদাসীন আত্মাদের সকাশ দ্বারা আবার শক্তিশালী করে তুলছি -- মানুষের অনুভব হচ্ছে কেউ আমাদের সাহায্য করছে, কিন্তু আমাকে কেউ দেখতে পাচ্ছেনা ।
বায়ুমণ্ডলে বিভ্রান্ত হয়ে বিচরণকারী আত্মাদের ও স্নেহ, শান্তি, ভালবাসার সকাশ দ্বারা ওদেরও মুক্ত করছি ।
করনকরাবনহার শিববাবা আমি আত্মা দ্বারা এই সেবা করাচ্ছেন -- যখন আমরা নিজেকে শিববাবার কাছে সমর্পণ করি, তখন শিববাবা স্বয়ং আমাদের দ্বারা আমাদের ক্ষমতার অধিক সেবা করিয়ে নেন -- শুধু মন বুদ্ধি দ্বারা নিজেকে ঈশ্বরীয় সেবায় সমর্পিত করতে হবে ।
♦♦ওম্ শান্তি
 শুভরাত্রি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন