আদর্শ মনোবৃত্তি

আদর্শ মনোবৃত্তি*
*জীবনের প্রতি নাকারাত্মক দৃষ্টিকোণ থেকে নিজেকে রক্ষা করুন l আমাদের চারিদিকে যখন সৌন্দর্য আছে তখন গন্ধ নর্দমার দিকে আমরা কেন তাকাবো ?? কোনো কোনো ব্যক্তি কলা, সঙ্গীত বা সাহিত্যের মধ্যেও ত্রুটি খুঁজতে থাকে কিন্তু তার মাধুর্য, সৌন্দর্য বা মহিমার আনন্দ নেওয়া কি উচিত নয় ?? সেটাই তো সবথেকে বেশী ভালো l*
*অন্ধকার এবং প্রকাশ হলো জীবনের দুই দিক l কেননা সাপেক্ষিক এই সংসার হলো প্রকাশ আর ছায়ার রচনা l আমরা যদি আমাদের বিচারকে খারাপের দিকে নিয়ে যাই তাহলে আমরা কুরূপ হয়ে যাবো l প্রত্যেক বস্তু বা ব্যক্তির মধ্যে আমরা ভালোকেই দেখবো যাতে আমরা সৌন্দর্যের সেই গুণকে উপলব্ধি করতে পারি আর জীবনের প্রকৃত আনন্দের অনুভব করে সদা হালকা এবং হাস্যমুখ থাকতে পারি l*
 ওম শান্তি 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন