রাজযোগ , রাজযোগ মেডিটেশন , আধ্যাত্মিক ব্লগ তথ্যাদি নিয়ে আলোচনা করা হয়।
ভালো কাজে ভগবানের হাজার কদম সহায়তা
🌺সুপ্রভাত 🌺🌺
🙏ওম শান্তি 🙏
*কখনো কখনো ভালো কাজ করার সাহস হয় না, কিন্তু অনুভব বলে ভালো কাজ শুরু করার সঙ্গে সঙ্গে সাহস নিজে থেকেই বৃদ্ধি পায়, যা সিদ্ধ করে মানুষের এক কদম আর ভগবানের হাজার কদম অর্থাৎ আমাদের কেবল ভালো পথে চলার দৃঢ় সঙ্কল্পের প্রয়োজন l*
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন