মহাগৌরী অষ্টমী

নবরাত্রি
👑👑👑👑

আজ শুভ অষ্টমী

🔱🔱নবদুর্গার আধ্যাত্মিক রহস্য 🔱🔱

নবরাত্রি উৎসব হলো আমাদের আন্তরিক গুপ্ত অসুর নিধনের জন্য শক্তির অবতারের উৎসব l

নয় দিন ধরে চলতে থাকা গায়ন, পূজন, বন্দন, শ্রদ্ধা, ভক্তি ভাবের দ্বারা মাতৃ আরাধনার উৎসব l

💥 অষ্টম দেবী মহাগৌরী

🔱 আন্তরিক সৌন্দর্যের প্রতিমূর্তি ll ঈশ্বরীয় স্মরণ, পবিত্রতার দ্বারা মুক্তি এবং জীবনমুক্তির প্রাপ্তি করান l শ্বেত - বস্ত্রধারিণী আর ডমরু - পবিত্রতা আর জ্ঞানদাত্রী l সর্বপ্রাপ্তির বরদাতা এবং ঈশ্বরীয় রাজ্য - ভাগ্য বিধাতা l

আমি পবিত্র স্বরূপ আত্মা l পিতার থেকে পবিত্রতার শক্তি ধারণ করে আমি মাস্টার পবিত্রতার সাগর হয়েছি, আমি দাতার সন্তান মাস্টার দাতা, পিতা আমাকে আন্তরিক সৌন্দর্যে ভরপুর করে তুলেছেন l জ্ঞানের শৃঙ্গারে আমি সুসজ্জিতা এবং সহনশীলতার গুণ ধারণকারী আজ আমি মহাগৌরী l

🌻🌻 চৈতন্য দেবীদের জ্ঞানের প্রকাশ দ্বারা আমরা করবো জ্ঞানের শৃঙ্গার l আত্মিক গুণের শৃঙ্গারে প্রত্যেক নারীই শক্তির অবতার l

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন