*কর্মেন্দ্রিয়জিত - প্রকৃতিজিত

❣অব্যক্ত পালনার রিটার্ন ❣

*কর্মেন্দ্রিয়জিত - প্রকৃতিজিত*

০৪ - ০৭ - ২০১৯

*হে রাজ্য অধিকারী, তোমাদের সকলের রাজ্য - কারবার কেমন চলছে ? মন্ত্রী - উপমন্ত্রী ধোকা দিচ্ছে না তো ? নিজের রাজ্য - কারবারকে চেক করো তো ? রাজ্য - দরবার রোজ লাগাও, নাকি কখনো - কখনো ? তোমরা কি করো ? রাজ্য অধিকারীদের এখানকার সংস্কার ভবিষ্যতে কার্য করবে । তোমরা চেক করো কি, বর্তমান সময় আমি আত্মার রাজবংশের সংস্কার আছে কি ? নাকি প্রজার সংস্কার আছে ? আথবা স্টেটের রাজ্য অধিকারীর সংস্কার আছে অর্থাৎ হদের রাজ্য অধিকারীর সংস্কার বা বেহদের বিশ্ব মহারাজনের সংস্কার বা তার থেকেও নীচের পদ দাস - দাসীর সংস্কার আছে ?*

*সংস্কারেও তোমাদের শোনানো হয়েছে, দাস - দাসী হওয়ার নমুনা কি ? যারা কোনো সমস্যা বা সংস্কারের অধীন হয়ে উদাস থাকে, তো এই উদাস বা উদাসীই হলো নিদর্শন - দাস - দাসী হওয়ার । তাহলে আমি কে ? নিজেই নিজেকে চেক করো । কোথাও কোনো প্রকারের উদাসের ঢেউ তো আসে না ? উদাস অর্থাৎ এখনো যদি দাস থাকে তাহলে এদের রাজ্য - অধিকারী কিভাবে বলবে ?*

❤ *অব্যক্ত বাপদাদা*

১৪ - ০১ - ১৯৮২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন