সংকল্পের সংরক্ষণ কিভাবে করবো ?

সংকল্পের সংরক্ষণ"* ★
*আমাদের জীবনের সব থেকে বড় শক্তি হলো সংকল্প শক্তি। কেননা আমরা যা কিছু চিন্তা করি তাই আমাদের ব্যবহার এবং কর্মের মাধ্যমে প্রকাশিত হয়। শক্তিশালী এবং সাকারাত্মক চিন্তার দ্বারাই যেকোনো বড় কাজ সহজেই সফলতা প্রাপ্ত হয়। অন্যদিকে দুর্বল চিন্তাভাবনা কর্মের সফলতাকে বিঘ্নিত করে। চিন্তাভাবনা যদি পবিত্র হয়, রাগ, ঘৃণা ভাব থেকে মুক্ত হয়, তাহলে এই ধরনের শুভ চিন্তা - ভাবনা সদা শুভ কর্মে প্রতিফলিত হয়। শুভ চিন্তা ভাবনার দ্বারাই জনকল্যাণ এবং সেবামূলক কর্ম করা হয়ে থাকে। অনুরূপভাবে আমাদের সংকল্পের ভাণ্ডারও হলো অনেক বড় ভাণ্ডার। যেটা কখনোই আমাদের ব্যর্থ নষ্ট করা উচিৎ নয়। ব্যর্থ চিন্তন, নাকারাত্মক চিন্তন, পরচিন্তন প্রভৃতি আমাদের সংকল্প শক্তিকে তীব্রতার সহিত হ্রাস করে। সংকল্পের শক্তি নষ্ট হওয়ার ফলে শারীরিক এবং মানসিক শক্তির উপরও তার কুপ্রভাব পরিলক্ষিত হয়। এইজন্য সংকল্পের সংরক্ষণ অত্যন্ত জরুরী। ব্যর্থ চিন্তনের পরিবর্তে সমর্থ এবং সার্থক চিন্তনই সংকল্প শক্তি বৃদ্ধির সহায়ক।*
 *ওম শান্তি*


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন