আত্মার প্রতিচ্ছবি- তিন- ব্রহ্মাকুমারী সিস্টার শিবানী

☀ *আত্মার প্রতিচ্ছবি* ☀
———— *ব্রহ্মাকুমারী সিস্টার শিবানী*

🌲 *পর্ব –৩* 🌲

🎯🎯 *বর্তমান সময়ে আমাদের জীবনের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো অপরকে প্রভাবিত করা। তার জন্য নিজেকে অনেক জ্ঞানী প্রমাণ করার তাগিদে বাইরের এই দুনিয়া থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করে থাকি। কিন্তু আমাদের এটা জানা আছে কি, আমাদের অন্তরের জগতে কী চলছে?*

🎯🎯 *বাইরের দুনিয়ায় যা কিছু ঘটে চলেছে, তা আমরা পরিবর্তন করতে অপারগ। কারণ তা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। বাইরের জগতের এই সকল ঘটনা আমাদের অন্তর মনের চিত্রপটে প্রভাব বিস্তার করে।*

🎯🎯 *বাইরের দুনিয়ায় যা কিছু ঘটে চলেছে তা যদি আমরা গ্রহণ করি, তবে আমাদের অন্তর্জগৎ কি রকম হবে? ওই রকমই হবে তাই না!*

🎯🎯 *যা কিছু আমরা পড়ি, শুনি বা দেখি, সেটাই আমাদের চিন্তা ভাবনা এবং ব্যক্তিত্বে প্রকাশ পায়। আমাদের চিন্তা ভাবনার বিষয় অনুসারে আমাদের চারপাশের পরিবেশ এবং বায়ুমণ্ডল গঠিত হয়। আজ দুনিয়াতে যা কিছু ঘটে চলেছে তা দেখে আমরা নিন্দা করি, গ্লানি করি। কিন্তু আমাদেরও এক্ষেত্রে অনেক দায়িত্ব থেকে যায়, কেননা আমরা সেই সব তথ্য গ্রহণ করে আমাদের ব্যক্তিত্ব গঠন করি এবং পুনরায় তা ওই দুনিয়াতেই প্রত্যার্পণ করি।*

🎯🎯 *যদি আমরা নাকারাত্মক চিন্তা ভাবনার মধ্যে প্রবেশ করি, তবে আমাদের আত্মার শক্তি দুর্বল হয়ে যায়। আজ আমরা সোশ্যাল নেটওয়ার্কের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সট্রাগ্রাম প্রভৃতি...।*
*যেখানে অনেক রকমের তথ্যের আদান-প্রদান হয় এবং নিমেষের মধ্যে তা একজনের থেকে বহু জনের কাছে ছড়িয়ে পড়ে। কিন্তু আমাদের এই জ্ঞান থাকে যে, সেই সকল প্রদেয় তথ্য গুলির মধ্যে কোনটি আমাদের গ্রহণযোগ্য এবং কোনটি গ্রহণযোগ্য নয়। নাকারাত্মকতা থেকে নিজেকে রক্ষা করার জন্য আমাদের সেই সমস্ত তথ্য গুলি পড়ার আগেই মুছে দিতে হবে, যেগুলি থেকে আমাদের মধ্যে নাকারাত্মক চিন্তা ভাবনার উৎপত্তি হয়। অন্যদিকে সাকারাত্মক তথ্যগুলিকে যৌক্তিকতার সহিত গ্রহণ করতে হবে।*

🎯🎯 *আমরা আমাদের আশেপাশের জনগণকে পরিবর্তন করতে সক্ষম নই, দুনিয়াতে যা কিছু ঘটে চলেছে তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু বাইরের সমাজ থেকে কোন কোন জিনিস আমি গ্রহণ করবো তা আমরা আমাদের পছন্দের তালিকায় রাখতে পারি।*

🎆🎆 *"আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা"*
*এই দৃঢ় নিশ্চয়ের সাথে আমাকে, আমার চারপাশের পরিবেশকে সাকারাত্মকতায় ভরিয়ে তুলতে হবে।*

🇲🇰 *ওম শান্তি* 🇲🇰

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন