💜 সহনশক্তির অর্থ হলো কোনো স্থিতি অথবা ঘটনাকে সহ্য করার ক্ষমতা বা আন্তরিক বল l এ এমনই এক ক্ষমতা যা ভয়ানক পরিস্থিতিতেও আমাদের সক্রিয় করে রাখে l
💚 বাবা আমাদের যে রাজযোগ শিখিয়েছিলেন, তার নিরন্তর অভ্যাসে আমাদের অষ্ট শক্তির প্রাপ্তি হয় l 'সহনশক্তি' হলো পরমাত্মার দ্বারা রাজযোগ থেকে প্রাপ্ত অষ্টশক্তির এক শক্তি l
💥💥 এই অষ্টশক্তি হলো 💥💥
💥 সহনশক্তি
💥 বিস্তারকে সংকীর্ণ করার শক্তি
💥 সমায়িত করার শক্তি
💥 অন্তর্লীন করার শক্তি
💥 নির্ণয় শক্তি
💥 পরখ শক্তি
💥সম্মুখীন হওয়ার শক্তি
💥 সহযোগ শক্তি
💥 এই অষ্ট শক্তির মধ্যে এক শক্তি হলো ''সহন শক্তি''
গাছে যেমন পাথর নিক্ষেপ করলেও সে ফলই প্রদান করে থাকে, গাছের অপকার করলেও সে উপকারই করে থাকে l ঠিক তেমন কোনো যোগী আত্মা অন্যের অপকার ভুলে গিয়েও তার প্রতি শুভ ভাবনা রাখে l
❤ প্রত্যেক ব্রাহ্মণকে বরদাতা বাবা জন্ম হওয়া মাত্র মাস্টার সর্বশক্তিমান বানিয়ে 'সর্বশক্তিমান ভব' বরদান দিয়েছেন l বালক হয়েই তারা বাবার সর্বশক্তির মালিক হয়েছে l
💛 এই সর্বশক্তিই হলো মাস্টার সর্বশক্তিমান আত্মাদের সেবাধারী l যাকে যখন অর্ডার করবে তখনই সে 'হাজির হুজুর' বলে সহযোগী' হবে l
💚 কেউ যদি ক্রোধিত হয়, বা অপশব্দের প্রয়োগ করে, তুমি রেগে যেও না ....এমন সময়ে হাসতে থাকো, সংকল্পমাত্রেও যেন ভেঙ্গে পড়ার চিহ্ন চেহারাতে না দেখা যায় - একেই বলা হয় সহন শক্তি বা সহ্য শক্তি l
💙 যতই পাহাড় প্রমাণ সমস্যা আসুক না কেন, কোনো বড় বিষয়কে ছোটো খেলনার মতো মনে করে পার করতে পারলে সহন শক্তির পরিচয় দেওয়া যায় l
💛 সহ্য শক্তি যাদের আছে তারা কখনোই ঘাবড়ে যায় না l তারা জ্ঞান বা ঈশ্বরীয় স্মরণের গভীরে থাকে l তারা সমস্ত বিষয়কে বুদ্ধি দিয়ে বোঝার কারণে সবসময় ভরপুর থাকে l
💜 সহন শক্তি সম্পন্ন মানুষ সর্বদা অচল - অডল থাকতে পারে l তাদের স্থিতি সবসময় একরস থাকে l সর্বদা হাসি খুশীতে থাকতে পারলে সমস্ত শক্তিতে শক্তিমান হতে পারবো আমরা l
💗 সংগঠনে সাফল্যের চাবিকাঠি হলো এই সহন শক্তি l যে কোনো পরিস্থিতিতে উত্তীর্ণ হওয়ার জন্য সহন শক্তির প্রয়োজন l
❤ সহন শক্তি অর্থাৎ যখন কোনো বিপরীত পরিস্থিতির সৃষ্টি হয় তখন আমাদের মনে এক ধরনের ভয় সৃষ্টি হয়, দুর্বলতা আমাদের মনকে কমজোর করে তোলে l যেমন কোনো নিকট জনের মৃত্যুতে আমরা ব্যথিত হই কারণ সেই নিকট জনের উপর আমরা সম্পূর্ণ নির্ভর করি l অনেক সময় এই শোক এমন অসহ্য হয় যে অনেকে আত্মহত্যার সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলে l অনেক সময় মানুষ অবসাদগ্রস্ত হয়ে পড়ে l সেই পরিস্থিতি মুক্ত হওয়ার জন্য নির্বল মনকে যে শক্তির দ্বারা ভরপুর করার প্রয়োজন তা হলো সহন শক্তি l
💚 সহন শক্তি আমাদের রক্ষা করার এক সাধন যা আমাদের বিভিন্ন বিঘ্নের পরিস্থিতিতে লড়তে শেখায় l আমরা এই সহন শক্তির দ্বারা মায়ার প্রভাব থেকেও বাঁচতে পারি l
💙 বাবা বলেছেন, যে যত নত হতে জানে সে ততই মহান l আজ আমাদের যত সহন শক্তি বা সহ্য শক্তি থাকবে .....ভক্তিমার্গে আমাদের গায়ন তত বেশী হবে l আমরা সকলেই দেবী - দেবতা হওয়ার পুরুষার্থ করছি l দেবতা অর্থাৎ দাতা ....যে সর্বদা অন্যকে দান করতে পারে l
💟 IN ESSENCE WE CAN SAY , TOLERANCE IS DEFINED BY THIS FORMULA :-
👉 POWER TO TOLERATE ..... NO REACTION + NO EFFECT , WHICH LEADS US TO MAKE OUR CONSTANT , UNBREAKABLE AND UNSHAKABLE STAGE ❗
✴ সহন শক্তি বৃদ্ধির সহজ উপায় ......বাবা আর পরিবারের স্নেহী হও l যার যত স্নেহ থাকবে, তার সহন শক্তি তত বৃদ্ধি পাবে l যেমন - মার তার সন্তানের উপর স্নেহ থাকে, তাই মা তার সন্তানের জন্য সবকিছু সহ্য করতে পারে l
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন