শ্রীমতে উল্লেখিত পুরুষার্থ - রাজযোগ মেডিটেশন

ওম শান্তি*❣
০৩ রা জুলাই,২০১৯
🗒 *শ্রীমতে উল্লেখিত পুরুষার্থ*🗒

◼ *বাবা বলেন...বাচ্চারা...এখন সময় অনুসারে সন্তুষ্টতার গুণ ধারণ করো......*

👉 ▪ *সন্তুষ্টতা অর্থাৎ যে কোনো পরিস্থিতিতেই সন্তুষ্ট....*
👉 ▪ *সন্তুষ্টমণি বাচ্চারাই পরমাত্মা বাবার মস্তকমণি হতে পারে....*

*একশো ভাগ নিশ্চয়বুদ্ধি হয়ে নিজের একশো ভাগ দাও, ধৈর্যতাপূর্বক Love and Light থাকার অভ্যাস করতে থাকো...এক শতাংশও অধৈর্য্য হবে না...Love and Light এর অভ্যাস অর্থাৎ নয়নকে যখনই ব্যবহার করবে তখন সবকিছুকেই হাল্কা ভাবে দেখবে তাও সম্পূর্ণ প্রেমের সাথে...!*

◼ *কি... কেন... কিভাবে... কোথায়... কখন...?*
*এই রকম প্রশ্নের এক শতাংশেও যাবে না... এইজন্য নিশ্চিত থাকো ...*
*শুধু বর্তমানে যা কিছু হচ্ছে... তা সবই বাবাকে সমর্পণ করে নিজের স্ব স্থিতির আসনে স্থিত থাকো.... তোমাদের শক্তিশালী স্ব স্থিতিই সমস্ত পরিস্থিতিকে সমাপ্ত করে তোমাদের লক্ষ্যে পৌঁছে দেবে ... যে কোনো কথাই হোক না কেন, তা বাবাকে বার বার সমর্পণ করে সর্বদা হাল্কা থাকো....!*

◼ *কেবলমাত্র... তোমাদের একশো ভাগ Attention নিজের ওপর হওয়া উচিত...তোমাদের হাল্কা থাকার ভাইব্রেশনই তোমাদের সম্বন্ধ-সম্পর্কে আসা আত্মাদেরও হাল্কা করবে... যতটা বাবার উপর নিশ্চয়তা ... ততটাই নিজের উপর ... এই ড্রামার উপর...আর পরিবারের উপরেও নিশ্চয় ... অর্থাৎ সর্ব কল্যাণকারী বাবা আছেন... অতএব সর্ব বিষয়েই কল্যাণই কল্যাণ... পুরানো সময়ের প্রতিটি সেকেণ্ডকে ছাড়তে থাকো ... এগিয়ে যাও ... শুধু এগিয়ে যাও .... হালকাই হালকা ... হালকাই হালকা ......!*

▪ *আচ্ছা....!*

🙏 *ওম শান্তি*🙏

❇🚨❇🚨❇🚨❇

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন