শিব এবং শঙ্করের মাঝে মহান অন্তর*💥
*অতি সূক্ষ্ম চৈতন্য, নিরাকার, বিন্দুরূপ, অজন্মা শিব পরমাত্মা, এই পুরুষোত্তম সঙ্গম যুগে এসে সাকার মনুষ্য ব্রহ্মা তনে প্রবেশ করে শিব এবং শঙ্করের মাঝের অন্তরকে স্পষ্ট করেছেন ।*
*শঙ্কর হলেন সেই আত্মাদের প্রতীক, যারা সদা এক নিরাকার জ্যোতিস্বরূপ শিব পরমাত্মার ধ্যানে মগ্ন থাকেন । যারা ত্রিনেত্রী শিব পরমাত্মার দ্বারা দিব্য বুদ্ধি রূপী তৃতীয় নয়ন প্রাপ্ত করেন । যারা এই সংসারে থেকেও বৈরাগ্য বৃত্তিতে থাকেন । পাঁচ বিকার রূপী সাপের প্রভাব যাদের উপর কখনোই পড়ে না । যে আত্মারা শান্তি, পবিত্রতা এবং জ্ঞানের সাগর বিন্দু রূপ শিব পরমাত্মা পিতার থেকে প্রবাহিত পতিত - পাবনী জ্ঞান গঙ্গাকে নিজের বুদ্ধি রূপী জটাতে ধারণ করে সেই পবিত্র জ্ঞানের ধারা সমস্ত বিশ্বে প্রবাহিত করেন ।*
*নিরাকার শিববাবা, তপস্বী শঙ্কর অর্থাৎ আমাদের, সকাশের শক্তিশালী তরঙ্গের দ্বারা জ্ঞানের তৃতীয় নেত্র দান করছেন । অনেক জন্মের তপস্যা করে শিব ভগবানকে খুঁজতে থাকা সমস্ত শিব ভক্তদের জন্য ভোলানাথ শিববাবা এই ধরণীতে অবতরিত হয়েছেন । আর সমস্ত ভক্ত নিজের প্রিয় পিতার সঙ্গে মিলিত হওয়ার জন্য মধুবনের দিকে ধাবিত হচ্ছেন ।*
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন