মুরলী হলো লাঠি, এই লাঠির আধারে যে কেউই হোক না কেন, সে ভরপুর হয়ে যাবে ----এই আধারই নিজের ঘর পর্যন্ত, নিজের রাজ্য পর্যন্ত পৌঁছে দেবে কিন্তু তা লক্ষ্যের দ্বারা, নিয়মপূর্বক নয়, কিন্তু একাগ্রতার সঙ্গে, তাই একাগ্রতার সঙ্গে মুরলী পড়ো অথবা শোনো, অর্থাৎ মুরলীধরের একাগ্রতায় থাকো ---মুরলীধরের প্রতি স্নেহের নিদর্শন হলো 'মুরলী', মুরলীর প্রতি যতটা স্নেহ থাকবে, মনে করো ততটাই মুরলীধরের প্রতি স্নেহ থাকবে, প্রকৃত ব্রাহ্মণের পরিচিতি মুরলীর দ্বারাই হবে, মুরলীর প্রতি একাগ্রতা অর্থাৎ প্রকৃত ব্রাহ্মণ, মুরলীর প্রতি একাগ্রতা কম অর্থাৎ অর্ধেক ব্রাহ্মণ ।*
🌹🌹 *অব্যক্ত মুরলী ২৩ - ১০ - ১৯৭৫*
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন