যোগী জীবন কাকে বলা হয় ?*
উত্তর :-- যোগী জীবনের অর্থ নিরন্তর যোগী l যিনি নিরন্তর যোগী হবেন - তার খাওয়া - দাওয়া, চালচলনে বাবা আর শ্রেষ্ঠ আত্মা - এই স্মৃতিই থাকবে l বাবা যেমন, বাচ্চাও তেমন, যা বাবার গুণ তাই বাচ্চার গুণ, যা বাবার কাজ, বাচ্চারও তাই কাজ l একেই বলা হয় যোগী জীবন l এমন যোগী যে সদা এক লগনে মগ্ন থাকে, সেই সর্বদা খুশীতে থাকতে পারে l আর যে সর্বদা খুশীতে থাকে, সে দুঃখের দুনিয়ার প্রতি আকৃষ্ট হয় না l
🙏ওম শান্তি 🙏
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন