অবিনাশী সম্পত্তিগুলিকে সেবাতে লাগালেই জমার খাতা বৃদ্ধি হবে

ওম শান্তি* 🌻

*অবিনাশী সম্পত্তিগুলিকে সেবাতে লাগালেই জমার খাতা বৃদ্ধি হবে।*

অবিনাশী ধনসম্পত্তি, যেগুলি আমাদের সাথে যাবে, সেগুলিই জন্ম জন্ম আমাদের জীবনকে নতুনভাবে সুসজ্জিত করে তুলবে।

*এক ) জ্ঞানের সম্পত্তি :-*

সর্বদা জীবনের প্রতিটি ক্ষেত্রে জ্ঞানযুক্ত চিন্তা থাকলে, জীবনের প্রতিটি সমস্যাকে সমাধান করার শক্তি এসে যাবে।

*দুই ) গুনের সম্পত্তি :-*

জ্ঞান চিন্তনের দ্বারাই ব্যক্তি গুণবান হয়। আমাদের কর্ম এমন হবে যাতে, অপর ব্যক্তির কাছে তা প্রেরণাদায়ী হয়।

*তিন ) শক্তির সম্পত্তি :-*

আজ সংসারে ভালো কর্ম করাও সহজ বিষয় নয়, কারণ ভাল কর্ম করার জন্য শক্তির প্রয়োজন হয়। অপরকে সেবা করার জন্যও সহ্যশক্তি, অপরের দুর্বলতাগুলি দেখেও তা নিজের মধ্যে অন্তর্লীন করার শক্তি, ভালো কর্ম করার জন্য সহযোগ শক্তি, জ্ঞানযুক্ত নির্ণয় শক্তি, অপরের বিশেষত্বগুলিকে পরখ করার শক্তি চাই।

*চার ) সময়ের সম্পত্তি :-*

ঈশ্বরীয় কাজে জীবন লাগানোর জন্য সময়ের সম্পত্তি জমা হয়।

*পাঁচ ) সংকল্পের সম্পত্তি :-*

সারাদিন বিশ্বকল্যাণের নিমিত্তে জ্ঞান চিন্তন করার জন্য সংকল্পরূপী সম্পত্তি জমা হয়।

*ছয় ) শ্বাসের সম্পত্তি :-*

জীবনে বেঁচে থাকার জন্য আমরা যে শ্বাস গ্রহণ করি, তা যদি প্রভুর জ্ঞান চিন্তন করতে করতে বা প্রভুর স্মরণে থেকে সম্পন্ন হয়, তবে সেই শ্বাস সফল হয়ে শক্তি রূপে পরিণত হয়, যেটা পরবর্তী জন্মগুলিকে শ্রেষ্ঠতর বানাতে সহায়তা করে।

*সাত ) সেবার সম্পত্তি :-*

জন্ম-জন্মান্তর ধরে মানুষ মানুষের সেবা করে এক জন্মের পুণ্যার্জন করে। এখন পরমাত্মা স্বয়ং কলিযুগের অন্তে এসে সত্যযুগ স্থাপনা করছেন। তাঁর শ্রীমতে চলে, নিজেকে পবিত্র করে সংসারকে খারাপ থেকে মুক্ত করার সেবা করলে, তা থেকে আমাদের জন্ম-জন্মান্তরের ভাগ্য তৈরি হয়।

*আট ) আশীর্বাদের সম্পত্তি :-*

সেবার দ্বারা যে প্রকারে, মানুষের মানসিক সুখ প্রাপ্তি হয়, তা পরিবার হোক বা সমাজ.... তখন তাদের কাছ থেকে যে আশীর্বাদ পাওয়া যায়, সেটা বিপদের সময় বিশেষরূপে আমাদেরকে সাহায্য করে সুখী জীবন অনুভব করায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন