অনুভবের আধারে পর্ব ২

অনুভবের আধারে*😇

💥 *বাবা বলেন, বাচ্চারা! নিজের সাথে সততা বজায় রাখাটা খুব জরুরি। যদি তুমি নিজের কাছে সত্য থাকো, তাহলে নিশ্চিতভাবেই তুমি অপরের কাছেও সৎ ও স্বচ্ছ হবে।*

*যদি কেউ তোমার সততার উপর সন্দেহ করে, তাহলে এটা এই বিষয়ের সূচক যে, তোমাকে আরো বেশি করে সৎ হতে হবে। অপরের প্রতি দোষারোপ করার পরিবর্তে, এই বিষয়ে চিন্তা করা উচিত যে, কিভাবে আরো বেশি করে সৎ হওয়া যায়।*

*নিজের মনের কথা বলে দেওয়াই সততা নয়। সততার অর্থ হল, নিজের মনের মধ্যে উদিত হওয়া সমস্ত চিন্তা ভাবনার বিষয়কে আরো স্পষ্টীকরণ করা। যেখানে সততা আছে, সেখানে ভাবনাও পবিত্র আর স্বচ্ছ হয়ে যায়।*

*সততা সেখানেই হবে, যেখানে ব্যক্তির মধ্যে কেবলমাত্র ঈশ্বরের প্রতি শ্রেষ্ঠ ভাবনা ছাড়া অন্য কোনো বিচার বা ভাবনা হবে না। তখনই তোমার কথার মধ্যে স্পষ্টতা দেখা যাবে। তুমি নির্দ্বিধায় সব কথা বলতে পারবে, কারণ তোমার বলা কথার মধ্যে সত্যতার শক্তি থাকবে। তোমার মধ্যে যে সততার ধারণা আছে, সেটা অপরের কাছেও পৌঁছাবে আর তার হৃদয়কে স্পর্শ করবে।*

*ওম শান্তি আমার মিষ্টি প্রিয় বাবা!*
*তোমাকে অনেক অনেক ধন্যবাদ!*☝🙏

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন