অব্যক্ত পালনার রিটার্ন* ♦
*_ অচল অটল একরস স্থিতি_*
❒ ২৭ ❒ ০৯ ❒ ১৯ ❒
এক হচ্ছে - নিজের পরিবার অর্থাৎ সম্বন্ধের বিষয় আর দ্বিতীয় হচ্ছে - প্রাপ্তির বিষয়। এইজন্য *বাপ-দাদা সব সময় বাচ্চাদেরকে হাসিখুশি-ই দেখেন। কখনো সারাদিনের মধ্যে একরস স্থিতি ছাড়া অন্য কোন রস আকৃষ্ট করে না তো? একরস হয়ে গেছো? নষ্টমোহ স্মৃতি স্বরূপ হয়ে গেছো?* এখনতো তবে গীতার যুগ সমাপ্ত হওয়া দরকার। জ্ঞানের প্রালব্ধে এসে গেছো না সবাই! স্মৃতি স্বরূপ হওয়া - এটাই হচ্ছে জ্ঞানের প্রালব্ধ। তাহলে এখন পুরুষার্থ করা সমাপ্ত হয়েছে?
নিজের স্বরূপ এর যে বর্ণনা করো, সেই সকল গুন সব সময় অনুভব করতে থাকো, তাইনা? যখন চাও আনন্দস্বরূপ হয়ে যাও, যখন চাও প্রেম স্বরূপ হয়ে যাও, যে স্বরূপে চাও, যতক্ষণ সময় ধরে চাও, সেই স্বরূপে স্থিত হয়ে যাও, নাকি হয়েই আছো,তাই না?যেগুলো বাবার গুণ l, সেগুলোই বাচ্চাদের গুণ। যেটা বাবার কর্তব্য, সেটাই বাচ্চাদের কর্তব্য। যেটা বাবার স্থিতি, সেটাই বাচ্চাদের স্থিতি - এটাকেই বলা হয় 'সঙ্গম যুগের প্রালব্ধ'। তাহলে প্রালব্ধী স্বরূপ হয়েছো নাকি এখনো পুরুষার্থী আছো? প্রাপ্তিস্বরূপ হয়েছো? প্রাপ্ত করতে হয়, প্রাপ্ত হয় না, কিভাবে হবে, এই ভাষা পরিবর্তন হয়ে গেছে না?
আজ পৃথিবীতে তো কাল আকাশে এইরকম হয় না তো? আজ সমস্যাতে তো কাল সমাধানস্বরূপ এইরকম করো নাতো? *একরস অর্থাৎ এক-ই সম্পন্ন মুডে থাকা, মুড যেন না বদলায়।* বাপ-দাদা বতন থেকে দেখছেন - কোনো কোনো বাচ্চার মুড খুব তাড়াতাড়ি বদলে যায়, কখনো আশ্চর্যবোধক মুড.... কখনো প্রশ্নসূচক মুড.... কখনো হতাশ হয়ে যাবার মুড... কখনো টেনশন - কখনো এটেনশন এইরকম দোলনায় ঝুলছো নাতো? মধুবন থেকে প্রালব্ধ স্বরূপ হয়ে যেতে হবে। বার বার পুরুষার্থ কতদিন পর্যন্ত করতে থাকবে? যেরকম বাবা, সেই রকমই বাচ্চা। বাবার মুড কি কখনো অফ হয়? এখন তো বাবার সমান হতে হবে। মাস্টার হয়েছো, তাইনা? মাস্টার তো বড় হওয়া চাই। নালিশ সব সমাপ্ত হয়েছে? বাস্তবে কথা তো ছোট হয়, কিন্তু চিন্তা করে করে তোমরা সেই কথাকে বড় করে ফেলো। চিন্তা করার দরুন সেই ছোট কথা বড় হয়ে যায়। বেশি চিন্তা করো না। এটা কেন এলো, এটা কেন হল, পরীক্ষা এলে তাতে পাস হতেই হবে। পরীক্ষা কেন এলো, এই প্রশ্ন কি করা হয়? ব্যর্থ এবং প্রয়োজনীয় - এই দুটিকে সেকেন্ডের মধ্যে বিচার করো আর সেকেন্ডেই সমাপ্ত করে দাও। যদি ব্যর্থ হয় তাহলে *অর্ধেক কল্পের জন্য ব্যর্থের পেপার বাক্সে তাকে ফেলে দাও। ব্যর্থের পেপার বাক্স অনেক বড় হয় জজ হও, উকিল নয়।*
❤ অব্যক্ত বাপ-দাদা
(২৭-০৩-১৯৮১)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন