অনুভবের আধারে*😇
☝ *বাবা বলেন বাচ্চারা, তোমরা হলে জ্ঞানী তু আত্মা । একজন জ্ঞানী ব্যক্তিই এই কথা বুঝতে করতে পারেন যে, অন্যের সম্বন্ধে অপ্রয়োজনীয় চিন্তা করাতে কোনো প্রাপ্তি নেই । তোমাদের তো সকলের জন্য পবিত্র বিচার আর শুভ ভাবনা রাখতে হবে । অন্যে কি ভাবছে, কি চিন্তা করছে, এই কথা ভাবার তোমাদের কোনো আবশ্যকতা নেই ।*
*তোমাদের চিন্তন শক্তির গুণবত্তা তোমাদের এই আধ্যাত্মিক পুরুষার্থকে প্রভাবিত করে । তাই তোমাদের চিন্তাকে পর্যবেক্ষণ করা উচিত । তোমরা যদি এমন না করো তাহলে এমন একদিন আসবে যে, তোমাদের এই চিন্তনের বিধি অতি সাধারণ হয়ে যাবে, যা আর আধ্যাত্মিক থাকবে না ।*
*এর পরিচিতি হবে যে, তোমাদের মনে তীব্রগতিতে নানা বিচার উৎপন্ন হবে, আর তোমরা ছোটো ছোটো বিষয়ে তীব্র প্রতিক্রিয়া করতে থাকবে । তোমাদের সংকীর্ণ মানসিকতা আধ্যাত্মিক পথে বাধা হয়ে দাঁড়াবে । তাই নিজের চিন্তাধারাকে নিজের মিত্র বানাও ।*
💥💥 *ওম শান্তি, আমার প্রিয় মিষ্টি বাবা, তোমাকে অনেক - অনেক ধন্যবাদ ।*💥💥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন