রংএর চিকিৎসা বা কালার থেরাপি দ্বারা সম্পূর্ণভাবে সুস্থ হওয়া যায়

রংএর চিকিৎসা দ্বারা সম্পূর্ণভাবে সুস্থ হওয়া যায় ---:

আমরা নিজেদের শরীরকে কিভাবে সুস্থ রাখতে পারবো, আসুন তার বিষয়ে জানবো -:

যেমন আমাদের শরীরের ফটোগ্রাফ বেরোয়, সেরকম আমাদের শরীরের চারিদিকের আভামণ্ডলও ফটোগ্রাফ হিসেবে বের হয়, আর সেটাকে বলে কলরিয়ন ফটোগ্রাফি, তার মধ্যে আমাদের শরীরের সাতটি চক্র বিভিন্ন রংএ পাওয়া যায়। প্রতিটি চক্র আমাদের শরীর সম্বন্ধিত সাতটি বিভাগে আত্মিক শক্তি পৌঁছতে থাকে। এবার যে বিভাগে যে রং হালকা অর্থাৎ ক্ষীণ হতে থাকে, সেই বিভাগে সেই সম্বন্ধিত রোগ শুরু হয় , আর সেই রোগকেই আমাদের দূর করতে হবে। সেক্ষেত্রে এবার আমাদের মন বুদ্ধির দ্বারা চক্রের বিভিন্ন রং গুলি দেখতে হবে। যে চক্র বন্ধ হয়েছে, সেটা খোলার জন্য সেই রংকে যত আপনার বয়স, তত মিনিট প্রতিদিন ২১ থেকে ৪০ দিন দেখতে হবে, তখন এই চক্র খুলে যাবে আর রোগ সেরে যাবে।

১) মুলাধার চক্র (Root chakra) -- 
এড্রনীল গ্রন্থি 
রং - লাল
গুণ - শক্তি 
মুদ্রা - শিবলিঙ্গ মুদ্রা

🌸 রোগ থেকে মুক্তি 🌸

হাঁড় আর মাংসপেশী সম্পর্কীত রোগ, ক‍্যালসিয়াম কম হওয়া, জয়েন্ট ব‍্যথা ( joint pain) , আর্থ্রাইটিস, ইউরিক এসিড বৃদ্ধি পাওয়া, অর্শ, স্নায়ুতন্ত্রে যন্ত্রণা, হাঁটু ঘসে যাওয়া।

অনুভব করুন - আমি শক্তি স্বরূপ আত্মা, আমার হাঁড় আর মাংসপেশী লাল রং দিয়ে তৈরি রয়েছে। অর্শের জায়গায় লাল রং রয়েছে। পরমাত্মার কাছ থেকে লাল কিরণ প্রতিটি জায়গায় সমাহিত হচ্ছে, প্রতিটি জায়গা সুস্থ হয়ে উঠছে। হাঁড় আর স্নায়ুতন্ত্র মজবুত হয়ে যাচ্ছে।

২) স্বাধিষ্ঠান চক্র ( Hara chakra)

Overseas, testies গ্রন্থি

রং - নারঙ্গী 
গুণ - পবিত্রতা 
মুদ্রা - বরুণ মুদ্রা

💥 রোগ থেকে মুক্তি 💥

কিডনি সম্পর্কীয়, ইনফেকশন / স্টোন , কিডনি ফেল করা, স্কীন রোগ, রক্ত সম্পর্কীয় রোগ

অনুভব করুন - আমি পবিত্র স্বরূপ আত্মা , কিডনি, রক্ত আর যতকিছু শরীরের মধ্যে বইছে, সবকিছু নারঙ্গী রংএর হয়ে যাচ্ছে । পরমাত্মার কাছ থেকে পবিত্রতার নারঙ্গী কিরণ প্রতিটি অঙ্গের মধ্যে সমাহিত হচ্ছে, প্রতিটি অঙ্গ সুস্থ হয়ে উঠছে। আমার মধ্যে পবিত্রতার শক্তি বৃদ্ধি পাচ্ছে।

৩) মণিপুর চক্র (Solar pexous chakra)

প‍্যানক্রিয়াজ গ্রন্থি 
রং - হলুদ রঙ ( yellow colour) 
গুণ - সুখ 
মুদ্রা - পৃথিবী , অগ্নি মুদ্রা

💥 রোগ থেকে মুক্তি 💥

লিভার সম্পর্কীত , কোলোস্ট্রল বৃদ্ধি, ডায়াবেটিস, এসিডিটি, গ‍্যাসটিক আলসার ইত‍্যাদি --

অনুভব করুন - আমি সুখ স্বরূপ আত্মা , পেটের মধ্যে যেখানে লিভার, পিত্তের থলি , প‍্যানক্রিয়াজ জঠর আর যা কিছু রয়েছে, সবকিছু কমলা রঙের রয়েছে, প্রতিটি অঙ্গ দিয়ে কমলা রঙ বের হচ্ছে। পরমাত্মার কাছ থেকে সুখের কমলা রঙ সমগ্র অঙ্গে সমাহিত হচ্ছে আর প্রতিটি অঙ্গ সুস্থ হয়ে আমার মধ্যে সুখের গুণের সঞ্চার করছে।

৪) অনহদ চক্র ( Heart chakra)

Thymos গ্রন্থি

রং - সবুজ 
গুণ - প্রেম 
মুদ্রা - অপানবায়ু

💚 রোগ থেকে মুক্তি 💚

হার্ট এবং ফুসফুস জনিত , হার্ট এ্যাটাক, হার্টে রক্ত কম পৌঁছানো, হৃদয় ধকধক করা, কোরোনারী আর্টরী রোগ, ব্লকেজ

অনুভব করুন - আমি প্রেম স্বরূপ আত্মা, বুক হৃদয় ফুসফুস সবকিছু সবুজ রঙে পরিণত। তার মধ্যে থেকে সবুজ রঙ বের হচ্ছে, পরমাত্মার কাছ থেকে সবুজ রঙের উজ্জ্বল কিরণ হৃদয়ে আর ফুসফুসের মধ্যে সমাহিত হচ্ছে। সমগ্র জায়গা সুস্থ হচ্ছে। আমার মধ্যে প্রেমের ভাবনা বৃদ্ধি পাচ্ছে।

৫) বিশুদ্ধি চক্র ( Throat chakra)

Thyroid গ্রন্থি 
রং - আকাশী 
গুণ - শান্তি 
মুদ্রা - বায়ু, আকাশ, শুন‍্য

💧 রোগ থেকে মুক্তি 💧

থাইরয়েড সম্পর্কীয় ইনফেকশন, হাইপোহিউমার থাইরয়েড, স্বরযন্ত্র, অন্ননালিকা, শ্বাসনালিকা সম্পর্কীয় ইনফেকশন

অনুভব করুন - আমি শান্ত স্বরূপ আত্মা , গলায় থাইরয়েড, প‍্যারাথাইরয়েড, ল‍্যারিঙ্গস , শ্বাসনালিকা সম্পর্কীয়, অন্ননালিকা , গলা সবকিছুর থেকে আকাশী রং বের হচ্ছে। পরমপিতা পরমাত্মার কাছ থেকেও শান্তির আকাশী রং আসছে, আর আমার মধ্যে শান্তির গুণ ইমর্জ হচ্ছে।

৬) আজ্ঞা চক্র ( Third eye chakra)

পিটুইটারি গ্রন্থি

রং - ডার্ক ব্লু ( Dark blue) 
গুণ - জ্ঞান 
মুদ্রা - জ্ঞান মুদ্রা

💙 রোগ থেকে মুক্তি 💙

ব্রেন সম্পর্কীয়, মাথা ব্যাথা, মাইগ্রেন, নার্ভাস সিস্টেম, চোখ কান নাক সায়নাস, দাঁত মাড়ি সম্পর্কীয় ইনফেকশন

অনুভব করুন - আমি জ্ঞান স্বরূপ আত্মা , জ্ঞানের নীল রঙের উজ্জ্বল কিরণ মাথার প্রতিটি পয়েন্টে সমাহিত হচ্ছে। আমার মস্তিষ্কের প্রতিটি পয়েন্ট নীল রঙের তৈরী। আমার ব্রেন, চোখ, কান, নাক দাঁত সবকিছুর মধ্যে থেকে নীল রঙ বের হচ্ছে আর সেই রং দিয়ে প্রতিটি পয়েন্ট সুস্থ হয়ে উঠছে, বুদ্ধি বিবেকশীল আর তীক্ষ্ণ হয়ে গেছে।

৭) সহস্রধার চক্র ( Crown chakra)
পিনিয়ল গ্রন্থি
রং - জাম রং 
গুণ - আনন্দ 
মুদ্রা - ধ‍্যান
💜 রোগ থেকে মুক্তি 💜
অনুভব করুন - আমি আনন্দ স্বরূপ আত্মা , আমার মাথার উপরে জাম রং এর পদ্ম ফুল ফুটেছে আর আমি আত্মা আনন্দে পরিপূর্ণ হয়ে গেছি, পরমাত্মার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন