আজ নবরাত্রির দ্বিতীয় দিন* ।
আমিই সেই শুভ শক্তি । ভক্তগণ দেবী ব্রহ্মচারিণী রূপে আমায় পুজো করেন।
[ব্রহ্মচারিণী (পূজিতা হন দ্বিতীয়া তিথিতে): নারদের কাছ থেকে দেবী শৈলপুত্রী জানতে পারেন যে, শিবই পূর্বজন্মে তাঁর স্বামী ছিলেন, যাঁর অপমান সইতে না পেরে দক্ষকন্যা সতী আত্মহত্যা করেন ! জানামাত্র, শিবকে এই জন্মেও স্বামীরূপে পাওয়ার জন্য শৈলপুত্রী তপস্যা শুরু করেন ব্রহ্মচারিণী রূপে।]
মন বুদ্ধির দ্বারা নিজ আসুরী সংস্কারকে ত্যাগ করে পরম ব্রহ্মের শক্তি আমি নিজ শক্তিতে আনয়নকারী চরিত্র ।তাই আজ আমি পূজিত জগৎ সংসারে দেবী ব্রহ্মচারিণী।আমার ডানহস্ত শোভিত শিবশক্তি প্রাপ্ত জপের দ্বারা, এবং বামহস্ত শোভিত পদ্মের দ্বারা যা এই বিশ্ব সংসারে কু থেকে নির্লিপ্ত থাকার প্রতীক হিসেবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন