আমাদের দৃষ্টিকোণই আমাদের জীবনের পরিবর্তন করতে পারে ।*
🦚🦚 *বি.কে সুরজ ভাই জী*🦚🦚
☀ *আমাদের দৃষ্টিকোণই আমাদের প্রতি অন্যের ব্যবহারের জন্য দায়ী । আজ মানুষ তার এই দৃষ্টিকোণের এমন পরিবর্তন করেছে যা পূর্বে কখনো ছিলো না ।*
☀ *কোনো - কোনো মানুষের দৃষ্টিকোণ এমন হয়ে গেছে যে,তাদের কাছে সংসারে কোনো মানুষই আর ভালো নেই ।*
☀ *যেখানে এই সংসারে এখনো ভালো মানুষের অভাব নেই । তাদের এই ধারণার কারণ, তারা হয়তো কোথাও প্রতারিত হয়েছেন, অপমানিত হয়েছেন, অথবা তাদের সারল্য, ভালোমানুষী বা বিশ্বাসকে ব্যবহার করা হয়েছে । তাই তারা মনে করেন, সংসারে বেশীরভাগ মানুষই খারাপ ।*
☀ *আমাদের ব্রাহ্মণ পরিবার তো খুবই শ্রেষ্ঠ পরিবার । এ হলো দেবকুলের মহান আত্মাদের পরিবার, এ ভগবানের পরিবার । এ হলো সেই পরিবার, যেখানে সবাই পবিত্রতাকে আপন করে নিয়েছেন, এ সেই পরিবার, যেখানে সবাই ভগবানের কার্যে নিয়োজিত, যেই পরিবারে সকলেই জীবনকে পরিবর্তনের সঙ্কল্প নিয়েছেন, আর তা করে চলেছেন । তাই আমাদের পরিবারের মতো এমন পরিবার আর হতে পারে না ।*
☀ *এও ঠিক যে, যার - যার নিজের সংস্কার আলাদা, চিন্তা, পুরুষার্থ, ভাগ্যও আলাদা, রাজধানীও এখন স্থাপন হচ্ছে । এতে বিভিন্নতা থাকবে, রাজারাণী তো হাতেগোনা হবে ১০৮ রত্ন, বাকি বিত্তবান প্রজা কয়েক লাখ হবে, বাকি সব সাধারণ প্রজা হবে । তাই বিভিন্নতা থাকা সম্পূর্ণ নিশ্চিত, খুবই স্বাভাবিক ।*
☀ *সকলেই এক রকম পুরুষার্থী হবে না, আমাদের স্মরণে রাখতে হবে যে, আমরা রাজ্য স্থাপনা করছি । এখানে বিভিন্নতা থাকা খুব স্বাভাবিক । দ্বিতীয় কথা হলো, আমরা সকল আত্মারা জন্ম - জন্মের সাথী ।*
☀ *এখানে তারাই সাথী হয়েছেন, যারা জন্ম জন্ম সাথে ছিলেন । যাদের জন্ম - জন্ম ভালো বা মন্দ কর্মের খাতা রয়েছে । এখন সেইসব খাতা আমাদের সামনে আসছে । মনে করুন আপনার পরিচিতির মধ্যে দশজন আছে, অথবা কুড়ি বা পঞ্চাশ - কারোর মধ্যে আপনার প্রতি প্রেমের ভাবনা আছে, কারোর সঙ্গে প্রতিদ্বন্দিতা, কারোর ঘৃণা ভাব, কারোর আবার প্রতিশোধের ভাবনা ।*
☀ *কেননা, এই সবই আমাদের পূর্বজন্মের হিসেব - নিকেশ । কেউ হয়তো আপনাকে খুবই অশান্তি দিয়েছিলো, তারজন্য প্রতিশোধের ভাবনা রূপ অগ্নি মনে জ্বলতেই থাকে ।*
☀ *বুঝতেই পারা যায় না, কেন ওই ব্যক্তিকে দেখলে মন ক্রোধে ভরে যায় । এ হলো পূর্বজন্মের খেলা ।*
*এইসময় যার কাছে শ্রেষ্ঠ জ্ঞান আর যোগের শক্তি আছে, তাদের নিজের ভাবনাকে সম্পূর্ণ নির্মল করে দেওয়া উচিত ।*
☀ *এই কথা স্বীকার করে নেওয়া উচিত যে, এই বিভিন্নতা তো আছে আর থাকবেই, কিন্তু এইসময় আমাদের এর থেকে উর্ধে উঠে সাক্ষীভাব, শুভ ভাব আর ক্ষমাভাবের দ্বারা নিজেদের চিত্তকে নির্মল আর শান্ত করতে হবে । এখন আমরা কারোর প্রতিশোধ নিয়ে কি করবো ❓*
☀ *আমাদের দুর্ভাবনা আমাদের জন্য যেমন কষ্টদায়ী হয়, তেমনই অন্যদেরও দুঃখ দেয় । এমন অবস্থায় আমরা ঈশ্বরীয় কাজে সহযোগিতার পরিবর্তে বিঘ্ন উৎপন্নকারী হয়ে যাই ।*
*তাই সকলেই সাক্ষীভাব ধারণ করুন ।*
☀ *কর্মের হিসেব - নিকেশ শোধ হচ্ছে - এই কথা মনে করুন । মনে করুন, আত্মা তার হিসেব নিতে এসেছে, ধার শোধ নিতে এসেছে, এই কথা স্মরণ করুন আর সকলের জন্য এক সুন্দর ভাবনা রাখুন দৃষ্টিতে ---"এ হলো দেবকুলের মহান আত্মা, এরা সকলেই ভগবানের সন্তান, এরাও মহান ত্যাগ করেছে এবং এই শ্রেষ্ঠ পথে পদক্ষেপ করেছে ।"*
🙏🙏 *ওম শান্তি*🙏🙏
🌦🌦🌦🌦🌦🌦🌦🌦🌦🌦🌦
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন