নবরাত্রির পঞ্চম দিন, মহা পঞ্চমী স্কন্দমাতা- নির্লিপ্ততা

আজ নবরাত্রির পঞ্চম দিন, অর্থাৎ মহা পঞ্চমী*

*স্কন্দমাতা* (পূজিতা হন পঞ্চমী তিথিতে) : দেবীর মাতৃরূপের বহিঃপ্রকাশ ঘটে এই স্কন্দমাতার মধ্যে। স্কন্দ, অর্থাৎ কার্তিক, দেব সেনাপতি, শিব-পার্বতীর প্রথম সন্তান। কোলে ছোট্ট কার্তিককে নিয়ে দেবী বসে থাকেন পদ্মাসনে, পূজিতা হন এই রূপেই। যিনি সকলকে পরিত্রাণ করেন । 
আধ্যাত্মিকতা অনুসারে এনার শক্তি সংসারে থেকে নির্লপ্ততার শক্তির ব্যবহারে। দৈবী শক্তি হল সত্যতার শক্তি, তাই চারপাশের আবর্জনার মধ্যে দেবীর দুই হাতের পদ্মের দিক নির্দেশিকা হল নির্লিপ্ততার শক্তির প্রয়োগের । সমায়ানুসারে স্বয়ং পরম পিতার বিধান এটিই । সিংহ এই দেবীর সেই সত্য শক্তিকে ধারণ করার প্রতীক । এক হাত বরাভয়ের, সমস্ত জীবকুলের প্রতি, অন্যহাতে সন্তানের প্রতিপালন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন