তীব্র পুরুষার্থী ভব - নিজের চেহারার দ্বারা ফরিস্তা স্বরূপ প্রত্যক্ষ করাও

🙏ওম শান্তি 🙏

*"তীব্র পুরুষার্থী ভব - এই বরদানের দ্বারা নিজের চেহারার দ্বারা ফরিস্তা স্বরূপ প্রত্যক্ষ করাও"*

*বাপদাদা তাঁর প্রত্যেক বাচ্চার জন্য এই শুভ কামনা রাখেন যে, প্রতিটি বাচ্চা যেন বাবার সমান সম্পন্ন এবং সম্পূর্ণ হয়ে যায় । এখন তো সময়ও সাথ দিচ্ছে । তাই প্রত্যেককেই তাদের মনের জন্য নতুন প্ল্যান বানাতে হবে । কিছু ছাড়তে হবে আর কিছু সামনে এগিয়ে যেতে হবে । কি ছাড়তে হবে ? বাপদাদা দেখেছেন যে, পুরানো সংস্কার এবং সম্বন্ধ ত্যাগ করাতে পুরুষার্থের উপর সকলেরই মনোযোগ আছে, কিন্তু পুরানো সংস্কার ত্যাগ করাতে কিছু পরিশ্রম লাগে । তাই বাপদাদা এই চান যে, পুরানো সংস্কারের সংস্কার করে দাও । পুরানো সংস্কার, যাকে তোমরা 'আমার চরিত্র' বলো । তো এই চরিত্র এই ব্রাহ্মণ জন্মের নয়, এ পুরানো । তোমরা চাও যে পুরানো সংস্কারের সংস্কার হয়ে যাক কিন্তু বার বার পুরুষার্থে তীব্রতা আনার জন্য ওই সংস্কারই ভিন্ন ভিন্ন রূপে বিঘ্ন উৎপন্ন করে ।*

*তীব্র পুরুষার্থী ভব - এই বরদানের দ্বারা সাধারণ পুরুষার্থ নয়, সাধারণ পুরুষার্থ থাকলে রাজ্যের সাথী হতে পারবে না । বাপদাদা এই চান যে, বাপদাদার মুরলী অধ্যয়ন করা যতো ঈশ্বরীয় সন্তান আছে, তারা কি হবে ? ফরিস্তা । সমস্ত ভার নেমে যাবে । একেই বলা হয় তীব্র পুরুষার্থী । আচ্ছা ।*

*৩১ - ১২ - ১১*

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন