কর্মের পুরানো খাতাকে কিভাবে সমাপ্ত করবো -----*💥💥
💫💫 *আত্মা বিভিন্ন জন্মে অনেক শরীর ধারণ করে এখন পর্যন্ত অভিনয় করে চলেছে, যে কর্মের খাতাও তৈরী হয়ে চলেছে, আর এই কর্মের অনুসারেই আত্মা বিভিন্ন জন্মে আসে এবং কর্ম বন্ধনে যুক্ত অনেক আত্মার সঙ্গে তার সম্পর্ক তৈরী হয় । এইসব আত্মাদের সঙ্গে আত্মার কর্মের হিসেব তৈরী হয় । কখনো কখনো আমাদের জীবনে কোনো সমস্যা না থাকা সত্ত্বেও আমাদের মন অশান্ত থাকে, আমরা দুঃখী থাকি । এইসব আমাদের পূর্ব কর্মের ফল ।*
*এই পুরানো হিসাবের খাতাকে সমাপ্ত করার বিধি একমাত্র পরমাত্মার স্মরণ, আমরা যতো পরমাত্মার স্মরণে থাকবো, কর্মযোগী হবো, ততই এই হিসেব শোধ হতে থাকবে ।*
*সোনার খাদ থাকলে যেমন আগুন দিয়ে গলিয়ে সেই খাদ বের করা হয়, ফলে সোনা শুদ্ধ হয় । তেমনই পরমাত্মার সঙ্গে যোগযুক্ত হলে আত্মাও মন্দ কর্মের আবর্জনা মুক্ত হয় । যোগকেও অগ্নির সঙ্গে তুলনা করা হয় । পরমাত্মার স্মরণের পরশে আত্মা শীতল হয়, তার পুরানো খাতা সমাপ্ত হয়ে যায় । আত্মা যতো বেশী সময় পরমাত্মার স্মরণে থাকে, ততই হালকা হতে থাকে, আর ফরিস্তা রূপ ধারণ করে বিহঙ্গ মার্গের সেবায় নিজের জীবন সফল করতে সক্ষম হয় ।*
🙏🙏ওম শান্তি 🙏🙏
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন