জল এবং অন্নকে চার্জ করার খুব সহজ এবং সুন্দর বিধি"*
⚛ *জল এবং অন্নকে চার্জ করার জন্য আমাদের কিছু পজেটিভ সঙ্কল্প এবং শ্রেষ্ঠ স্বমানে স্থিত হতে হবে, কেননা আমাদের সঙ্কল্প যেমন হয়, সেই সঙ্কল্পই জল এবং অন্নে প্রবেশ করে ।*
⚛ *আপনি যখন জল এবং অন্নকে চার্জ করবেন, তখন 7⃣ বার সঙ্কল্প করবেন ।*
1⃣ *আমি পরম পবিত্র আত্মা, পবিত্রতার সাগর শিববাবার পবিত্র কিরণ আমি আত্মার মধ্যে প্রবেশ করছে, আর আমার নয়ন এবং হাতের মধ্যে দিয়ে তা জলের মধ্যে প্রবেশ করছে ।*
2⃣ *আমি মাস্টার সর্বশক্তিমান, আমার নয়ন থেকে পবিত্র কিরণ এই অন্নের মধ্যে প্রবেশ করছে ।*
*তখন এই পবিত্র ভাইব্রেশন জল এবং ভোজনে যেতে থাকবে ।*
⚛ *জলের মধ্যে আমাদের সঙ্কল্পকে গ্রহণ করার জন্য সবথেকে বেশী শক্তি থাকে । তাই আমরা যে সঙ্কল্প করি তা অতি শীঘ্র জল গ্রহণ করতে থাকে । এই বিধিকে নিত্য দিনচর্যায় সামিল করুন, তারপর দেখুন আপনার জীবন কতো সুখময় হয়ে যায় ।*
🌷🌷ওম শান্তি 🌷🌷
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন