ওম শান্তি 🙏
*অব্যক্ত বাণী*
*অব্যক্ত বাণীতে বাপদাদা বলছেন ------*
💥 *আদিতে তোমাদের সকলের স্থিতি কেমন ছিলো ? পাকিস্থানে যখন ছিলে, সেবা ছিলো না, সাধন ছিলো, কিন্তু অসীম জগতের বৈরাগ্যবৃত্তির বায়ুমণ্ডল সেবাকে বৃদ্ধি করেছিলো । তাই যারাই এই ডায়মন্ড জুবিলীর আছে, তাদের মধ্যে আদি সংস্কার আছে, এখন তা মিলেমিশে গেছে । এখন আবারও এই বৃত্তিকে হাজির করো । আদি রত্নদের অসীম জগতের বৈরাগ্য বৃত্তি এই স্থাপনা করেছিলো, এখন নতুন দুনিয়ার স্থাপনের জন্য আবার ওই বৃত্তি, সেই বায়ুমণ্ডল হাজির করো ।*
*(০৩ - ০৪ - ৯৬, পেজ - ১৬৩,১৬৪)*
*পদ্মগুণ ধন্যবাদ বাবা 💥🙏*
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন