*অব্যক্ত পালনার রিটার্ন* ♦
*_দৃঢ়তা_*
❒ 23 ❒ 11 ❒ 19 ❒
বাপ-দাদা কথা দিয়েছেন, বরদান দিয়েছেন যে, আমাদের এক কদম সাহস থাকলে বাবার হাজার কদম দিয়ে সাহায্য করবেন। যেকোনো রকমের কঠিন সংস্কার হোক না কেন, সাহস হারিয়ো না। কারণ? *সর্বশক্তিমান বাবা সহায়ক আছেন আর কম্বাইন্ড আছেন, সর্বদা উপস্থিত আছেন। তোমরা সাহসের দ্বারা সর্বশক্তিমান, কম্বাইন্ড বাবার উপর অধিকার রাখো আর দৃঢ় হও, হতেই হবে, বাবা আমার - আমি বাবার, এই সাহস কখনো ভুলো না।* তাহলে কি হবে? কিভাবে করব? এই রূপ যে সংকল্প ওঠে সেই গুলি "কিভাবে" এই শব্দটি বদল করে "এইভাবে" হয়ে যাবে। কিভাবে করবো? কি করবো? না। এইভাবে হয়েই পড়ে আছে।
চিন্তা করো, করতে থাকো, হতেই হবে, বাবা সাহায্য তো করবেন তাই না....। হয়েই পড়ে আছে, বাবা বন্ধনে আবদ্ধ আছেন, দৃঢ় নিশ্চয়ই বুদ্ধি সম্পন্ন আত্মাদের সাহায্য করার জন্য। শুধুমাত্র রূপটা কিছুটা পরিবর্তন করে দেয়। নির্ভর করো বাবার ওপরেই, কিন্তু রূপ পরিবর্তন করে দাও। বাবা তুমি তো সাহায্য করবে তাই না! তুমি তো বন্ধনে আবদ্ধ আছো,তাই না! নিশ্চয়ই বুদ্ধি, নিশ্চয় হয়েই পড়ে আছে। কেননা *বাপ-দাদা প্রত্যেক বাচ্চাকে জন্মের সাথে সাথেই এই বিজয়ের তিলক লাগিয়ে দিয়েছেন। দৃঢ়তাকে নিজের তীব্র পুরুষার্থের চাবি বানাও।*
❤ *অব্যক্ত বাপ-দাদা* (০৩-০৩-২০০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন