ওম শান্তি 🙏
*"বাবার তুল্য সম্পূর্ণ এবং বরদানীমূর্ত হওয়ার জন্য বরদান"*
*সদা হালকা ভাব, প্রতিটি স্থানে, প্রতিটি কার্যে, প্রতিটি স্থিতির অনুভবে ফিট হওয়া অলরাউন্ড আত্মা তো, তাই না ? সদা বড়দের, বাবার শ্রেষ্ঠ সঙ্কল্পকে সম্পূর্ণ করার লক্ষ্যই লক্ষণ এনে দেয় । প্রতিটি বিষয়ে ---"হ্যাঁ" করা --এই বিশেষত্বও বিশেষ আত্মাদের সম্বন্ধে থেকে বিশেষ করে তোলে । বিশেষ আত্মাদের সমান গুণ ধারণ করিয়ে দেয় । এই বিশেষত্ব সদা স্মৃতিতে রেখে, সমর্থ হয়ে বিশেষত্ব দেখিয়ে সামনে এগিয়ে চলো ।*
🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন