ট্রাফিক কন্ট্রোলের গানের সময় আমরা কি অভ্যাস করবো?

মনের কথা ----বি.কে.সুরজ ভাই জী*💥

🔴 *ট্রাফিক কন্ট্রোলের গানের সময় আমরা কি অভ্যাস করবো ❓*

🔴 *আপনি আপনার ট্রাফিক কন্ট্রোলের সময় স্বয়ং নির্ধারিত করতে পারেন । আপনি এক একটি সপ্তাহের কিছু প্ল্যান তৈরী করুন, যে গান বাজলেই আমি এই অভ্যাস করবো । উদাহরণ স্বরূপ --তিন মিনিটের জন্য তিনটি অভ্যাস করুন । প্রথম মিনিটে অশরীরী ভাব -- নিজের দিব্য স্বরূপকে দেখুন । দ্বিতীয় মিনিট -- শিববাবার থেকে শক্তির কিরণ গ্রহণ করুন । তৃতীয় মিনিট --নিজেকে যে কোনো একটি স্বমানে স্থিত করুন । আবার দ্বিতীয় সপ্তাহে অন্য প্ল্যান তৈরী করুন । প্রথম মিনিটে এই অভ্যাস করুন যে --আমি বিশ্ব কল্যাণকারী, আমাকে সকলের কল্যাণ করতে হবে, সবার জন্য শুভ কামনা করতে হবে, আমার থেকে চারিদিকে ভাইব্রেশন ছড়িয়ে পড়ছে দ্বিতীয় মিনিটে --পরমধামে জ্ঞানসুর্য শিববাবাকে দেখতে থাকুন । তৃতীয় মিনিটে ---আমি ফরিস্তা, এই অভ্যাস করুন । আবার তিন মিনিটও একই অভ্যাস করা যেতে পারে ।*

🌺🌺মধুবন 🌺🌺

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন