অব্যক্ত পালনার রিটার্ন* ♦
*_সন্তুষ্টতা_*
❒ ১২ ❒ ১১ ❒ ১৯ ❒
সন্তুষ্টতা সকলের প্রিয় হয়। সন্তুষ্টতা সর্বদা সর্ব প্রাপ্তি সম্পন্ন হয়। কেননা যেখানে সন্তুষ্টতা আছে সেখানে অপ্রাপ্ত কোন বস্তু নেই। সন্তুষ্ট আত্মার মধ্যে সন্তুষ্টতা হল তার স্বাভাবিক প্রকৃতি। *সন্তুষ্টতার শক্তি স্বতঃ আর সহজে চারিদিকের বায়ুমন্ডলে ছড়িয়ে পড়ে।* তার চেহারা, তার নয়ন বায়ুমন্ডলেও সন্তুষ্টতার প্রকম্পন ছড়িয়ে দেয়। *যেখানে সন্তুষ্টতা আছে সেখানে অন্যান্য বিশেষ গুণগুলি স্বতঃ-ই এসে যায়।*
সন্তুষ্টতা হল সঙ্গম যুগের বাবার দেওয়া বিশেষ বরদান। *সন্তুষ্টতার স্থিতি পরিস্থিতির ওপর সর্বদা বিজয় প্রাপ্ত করায়। পরিস্থিতি পরিবর্তনশীল কিন্তু সন্তুষ্টতার শক্তি সদা প্রগতিকে প্রাপ্ত করতে থাকে। যত বড়ই পরিস্থিতি সামনে আসুক না কেন সন্তুষ্টমণি-র আগে প্রত্যেক সময়, প্রকৃতি এক পুতুলনাচের মতো মনে হয়। মায়া আর প্রকৃতির পুতুল নাচ। এইজন্য সন্তুষ্ট আত্মা কখনোই অস্বস্তি বোধ করে না।* পরিস্থিতি মনোরঞ্জনের অনুভূতি করায়। এই মনোরঞ্জন অনুভব করার জন্য নিজের স্থিতি সর্বদা সাক্ষীদৃষ্টার স্থিতিতে থাকা আত্মাই এই মনোরঞ্জন অনুভব করতে পারে। দৃশ্য যতই পরিবর্তনশীল হোক না কেন *সাক্ষীদৃষ্টার স্থিতিতে স্থিত থাকা সন্তুষ্ট আত্মা সাক্ষী হয়ে প্রত্যেক পরিস্থিতিকে স্বস্থিতিতে পরিবর্তন করে দিতে পারে।* তাই প্রত্যেকেই নিজেকে নিরীক্ষণ করো যে, "আমি সদা সন্তুষ্ট আছি? সদা? সদা আছি নাকি কখনো কখনো?"
❤ *অব্যক্ত বাপ-দাদা*
*(০২-১০-২০০৮)*
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন