*প্রকৃতির প্রথম নিয়ম -----যদি মাটিতে বীজ বপন না করা হয় তাহলে প্রকৃতি সেই মাটি ঘাস দিয়ে ভরিয়ে দেয় ।*
☀ *ঠিক সেইভাবেই আমাদের মস্তিস্ককে যদি আমরা সাকারাত্মক চিন্তায় ভরপুর না করি, তাহলে নাকারাত্মক চিন্তা সেখানে নিজের জায়গা তৈরী করে নেয় ।*
২) *প্রকৃতির দ্বিতীয় নিয়ম ----যার কাছে যা থাকে, তাই সে ভাগ করে দেয় -----*
☀ *সুখী সুখ ভাগ করে দেয় ----*
☀ *দুঃখী তার দুঃখ ----*
☀ *জ্ঞানী জ্ঞানের ভাগ দেয় ----তো, ভ্রমিত তার ভ্রম -----*
☀ *আর ভয়ভীত দেয় ভয়ের ভাগ ---*
৩) *প্রকৃতির তৃতীয় নিয়ম -----*আপনার জীবনে যা কিছুই আপনি প্রাপ্ত করবেন, তা স্বীকার করতে শিখুন ----*
☀ *কেননা ভোজন যদি হজম না হয়, তা রোগ বৃদ্ধির কারণ হয় ----*
☀ *অর্থ বৃদ্ধি হলে ---দেখানো বাড়ে ---*
☀ *কথা যদি হজম না করা যায় ---তা অন্যের কাছে প্রকাশ করে ফেলে ----*
☀ *প্রশংসা হজম করতে না পারলে ----অহংকার বৃদ্ধি পায় ---*
☀ *নিন্দা হজম না হলে ----শত্রুতা বৃদ্ধি পায় ----*
☀ *রহস্য হজম না হলে ----বিপদ বৃদ্ধি পায় ---*
☀ *দুঃখ সহ্য করতে না পারলে ----হতাশা বৃদ্ধি পায় ---*
☀ *সুখ হজম করতে না পারলে ---পাপ বৃদ্ধি পায় ----*
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন