Dadi Janki Biography - The Academy For a Better world- Brahma kumaris
Dadi Janki is a Chief Administrator in Brahma Kumaris. More than 70 years served by this woman was born in 1916 in the northern Indian province of Sind, now part of Pakistan. Since childhood, she is a vegetarian and has soft corner for old and poor people. She spent only three years in formal education and then went on many pilgrimages in her search for divine truth.In 1937, she joined the Ishwariya Vishwa Vidyalaya , founded by jeweller, Prajapita Brahma Baba.
In 1974, Dadi left India to carry the Rajayoga teachings overseas.and there she played a key role in establishing the center of Brahma Kumaris in London in 1974. Now under his leadership and inspiration,regular education is being provided by establishing RajaYoga Meditation Center in more than one hundred countries.
In 1997, the Janki Foundation for Global Health, a charitable organization, was established, which helps in the activities of the Global Hospital and Research Center at Mount Abu in Rajasthan.
After the passing away PrakashMani, Brahma Kumari's former chief administrative officer, she has been serving as Chief Administrator since 2007.
দাদী জানকীর জীবনী - দি একাডেমী ফর বেটার ওয়ার্ল্ড - ব্রহ্মা কুমারী
দাদী জানকী বর্তমান প্রজাপিতা ব্রহ্মা কুমারীর ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মুখ্য প্রশাসিকা হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় ৭০ বছরের বেশি এই প্রতিষ্ঠানে দায়িত্বরত জানকী দাদী ১৯১৬ সালে বর্তমান পাকিস্তানের হায়দ্রাবাদ সিন্ধু প্রদেশে জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকেই তিনি নিরামিষাশী ছিলেন এবং গরীব এবং বৃদ্ধ মানুষের প্রতি আলাদা করুনা ছিল , বিপদ - আপদে , অসুখে তিনি তাদের পাশে থাকার চেষ্টা করতেন। তিনি প্রচলিত শিক্ষা ধারায় তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়েছিলেন এবং বেশির ভাগ সময় সত্য অন্বেষণের জন্য তীর্থ স্থানগুলোতে ভ্রমণ করতেন।
১৯৩৭ সালে , দাদা লেখরাজ কর্তৃক প্রতিষ্ঠিত ব্রহ্মা কুমারীতে যোগদান করেন। ১৯৭৪ সালে লন্ডনের ব্রহ্মা কুমারীর সেন্টার স্থাপনের পিছনে তিনি মুখ্য ভুমিকা পালন করেছিলেন। বর্তমানে তাঁর নেতৃত্বে এবং অনুপ্রেরনায় একশটিরও বেশি দেশে রাজযোগ মেডিটেশন সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে রাজযোগ শিক্ষা প্রদান করা হচ্ছে।
১৯৯৭ সালে, জানকী ফাউন্ডেশন ফর গ্লোবাল হেলথ নামক দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করা হয়, যা রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত গ্লোবাল হসপিটাল এবং রিসার্চ সেন্টার এর কর্মকাণ্ডে সহায়তা করে।
ব্রহ্মা কুমারীর সাবেক মুখ্য প্রশাসিকা প্রকাশমণির দেহত্যাগের পর, ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত তিনি মুখ্য প্রশাসিকা হিসেবে দায়িত্ব পালন করছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন