Dadi Ratan Mohini Ji Biography & Life Moments - Brahma Kumaris- The Academy For a Better World
Dadi Ratan Mohini Ji - Old Photos
Dadi Ratan Mohini Ji |
In 1950, after fourteen years of solitude and intense meditation, along with all the other students of the vishwa vidyalaya, she came and settled in Mount Abu.In 1950, After having deep meditation and solitude life, she returned with others disciples in Mount Abu.
Dadi subsequently travelled in Asia for nearly a year, rendering spiritual services to people in Hong Kong, Singapore and Malaysia. From 1972 to 1974 she put major effort in the establishment of Uk BK centres. Since then Dadi has been based in India but has travelled throughout Africa, North and South America and the Caribbean, Europe, Russia and Asia. In India she is known for the large youth marches and rallies which she has organized or guided.
Rajyogini Dadi Ratan Mohini ji, was awarded with Honorary Doctorate Degree from Gulbarga University on 20th February, 2014.In 2015, Dadi Ratan Mohini received the Bharat Gaurav Award at the Houses of Parliament, London, UK.
Dadi is the chairperson of the youth wing of the Rajyoga Education and Research Foundation, a sister concern of the Brahma Kumaris. Her simplicity coupled with divinity and spirituality has inspired thousands of youth to lead a life of peace. Dadi is also director of the Rajyoga Teachers Training Programme.
দাদী রতন মোহিনীর জীবনী
দাদী রতন মোহিনী ১৯২৫ সালের ২৫ মার্চ ভারতের হায়দ্রাবাদ সিন্ধুতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তাঁর আধ্যাত্মিক জ্ঞানের প্রতি ঝোঁক ছিলো। মাত্র ১২ বছর বয়েসেই তিনি ব্রহ্মা কুমারির সংস্পর্শে আসেন। প্রজাপিতা ব্রহ্মা বাবার প্রতিষ্ঠিত ব্রহ্মা কুমারি প্রতিষ্ঠানের আদর্শে অনুপ্রাণিত হয়ে,ব্রহ্মা কুমারীর (বিকে) কুমারীর জীবন বেঁছে নেনে। গভীর আধ্যাত্মিক এবং দার্শনিক বক্তা দাদী রতন মোহিনী পবিত্রতা এবং শান্তির এক অপুর্ব প্রতিমা।
১৯৫৪ সালের দাদী , জাপানের বিশ্ব শান্তি সম্মেলনের প্রতিনিধিত্ব করেন। আধ্যাত্মিক সেবামুলক কাজের জন্য তিনি হংকং , সিঙ্গাপুর, মালয়শিয়া, জাপান সহ এশিয়ার বিভিন্ন দেশ পরিভ্রমন করেন। ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত লন্ডনের ব্রহ্মা কুমারীর সেন্টার স্থাপনে মুখ্য ভুমিকা পালন করেছেন।
তিনি রাজযোগ এডুকেশন এবং রিসার্চ ফাউন্ডেশন এর যুব সংগঠন শাখার চেয়ারপার্সন ভুমিকার দায়িত্ব পালন করছেন। দৈবী গুনে গুনান্বিত দাদীর সরলতা লাখ লাখ যুবকদের শান্তির পথে অনুপ্রাণিত করছে। তিনি একাধারে ব্রহ্মা কুমারীর যুগ্ম প্রধান এবং ব্রহ্মা কুমারীর রাজস্থান জোনের কেন্দ্রীয় প্রধান।
যুবক ও নারীর আধ্যাত্মিক, নৈতিক ও সামাজিক ক্ষমতায়নে ভুমিকা রাখার জন্য গুলবার্গ বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানীয় ডক্টরেট ডিগ্রী প্রদান করেন। লন্ডনের হাউজ অফ পার্লামেন্ট থেকে তিনি ভারত গৌরব এওয়ার্ড লাভ করেন ।
১৯৫৪ সালের দাদী , জাপানের বিশ্ব শান্তি সম্মেলনের প্রতিনিধিত্ব করেন। আধ্যাত্মিক সেবামুলক কাজের জন্য তিনি হংকং , সিঙ্গাপুর, মালয়শিয়া, জাপান সহ এশিয়ার বিভিন্ন দেশ পরিভ্রমন করেন। ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত লন্ডনের ব্রহ্মা কুমারীর সেন্টার স্থাপনে মুখ্য ভুমিকা পালন করেছেন।
তিনি রাজযোগ এডুকেশন এবং রিসার্চ ফাউন্ডেশন এর যুব সংগঠন শাখার চেয়ারপার্সন ভুমিকার দায়িত্ব পালন করছেন। দৈবী গুনে গুনান্বিত দাদীর সরলতা লাখ লাখ যুবকদের শান্তির পথে অনুপ্রাণিত করছে। তিনি একাধারে ব্রহ্মা কুমারীর যুগ্ম প্রধান এবং ব্রহ্মা কুমারীর রাজস্থান জোনের কেন্দ্রীয় প্রধান।
যুবক ও নারীর আধ্যাত্মিক, নৈতিক ও সামাজিক ক্ষমতায়নে ভুমিকা রাখার জন্য গুলবার্গ বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানীয় ডক্টরেট ডিগ্রী প্রদান করেন। লন্ডনের হাউজ অফ পার্লামেন্ট থেকে তিনি ভারত গৌরব এওয়ার্ড লাভ করেন ।
দাদী রতন মোহিনী জির কিছু বিশেষ মুহুর্ত
Dadi Ratanamohini Ji - Old Photos
tags:
#Dadi Ratan mohini Ji - Old Photos
#Dadi Ratan mohini Ji - Brahma Kumaris
#brahma-kumaris-old-photos
##the-academy-for-a-better-world-old-photos
# দাদী রতন মোহিনী জি
#BRAHMA_KUMARIS_PHOTOS
#BRAHMA_KUMARIS_WALLPAPER
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন