পরমাত্মাকে কেন স্মরণ করবো ?*
💓💓💓💓💓💓💓💓💓
*আমরা যাকে স্মরণ করি, তার মতো হতে থাকি l*
🔱⚜🔱⚜🔱⚜🔱⚜🔱⚜
*পরমাত্মা আমাদের নিজের, আত্মা এবং সৃষ্টিচক্রের সম্পূর্ণ জ্ঞান দিয়েছেন, এর সাথে তিনি আমাদের দিব্য গুণ এবং শক্তির অনুভব করিয়েছেন, যাতে সিদ্ধ হয় যে, পরমাত্মা জ্ঞান - গুণ এবং শক্তির সাগর l*
*যোগে আমরা যখন পরমপিতা পরমাত্মাকে স্মরণ করি তখন তাঁর এনার্জির সাথে আমরা যুক্ত হয়ে যাই, আর সেই জ্ঞান, গুণ আর শক্তি যারা পরমাত্মাকে স্মরণ করে তাদের মধ্যেই প্রবাহিত হতে থাকে, অর্থাৎ ধারণা হয়, ইমার্জ হয় l*
*আমাদের এই জ্ঞান,গুণ এবং শক্তিতে সম্পন্ন, সন্তুষ্ট আর প্রসন্ন হতে হবে, তাই তাঁকে স্মরণ করা অতি আবশ্যক l আর তা সম্ভব একমাত্র তাঁর সঙ্গে যোগযুক্ত হলে l*
*তাঁর স্মরণেই আমরা সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ সুখ - শান্তি প্রাপ্ত করতে পারি l*
*পরমাত্মার স্মরণেই আমাদের জীবনে শ্রেষ্ঠতা আসে আর পুরানো পাপের খাতা ভস্ম হয়ে যায় l*
❣🌼❣🌼❣🌼❣🌼❣🌼
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন