নবরাত্রি এবং নবদুর্গার আধ্যাত্মিক রহস্য ~ Navratri & Navadurga spiritual meaning ~ RajaYogaBD

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉 navaratri
মেডিটেশন

🔱🔱নবদুর্গার আধ্যাত্মিক রহস্য 🔱🔱


*নবরাত্রি উৎসব হলো আমাদের আন্তরিক গুপ্ত অসুর নিধনের জন্য শক্তির অবতারের উৎসব l*

*নয় দিন ধরে চলতে থাকা গায়ন, পূজন, বন্দন, শ্রদ্ধা, ভক্তি ভাবের দ্বারা মাতৃ আরাধনার উৎসব l*

🔱 *আসুন জেনে নিই, এই সর্ব দেবীর আধ্যাত্মিক রহস্য, যা জেনে আমরা জীবনে নতুন দিশার সন্ধান পাবো l*

💥 *প্রথম দেবী মাতা শৈলপুত্রী*

🔱 *হিমালয় সম দৃঢ়তা সম্পন্ন, ত্রিশূল ধারিণী দেবী, যিনি শিবের সাধনা করেন l ষাঁড়ের উপর অধিষ্ঠান দর্শায় সর্বশক্তিমান থেকে প্রাপ্ত সর্ব শক্তি, ত্রিশূল হলো জ্ঞানের সূচক অস্ত্র, পদ্ম হলো পবিত্রতার অভিব্যক্তি l*

💥 *দ্বিতীয় দেবী মা ব্রহ্মচারিণী*

🔱 *সাক্ষাৎ তপস্বিনী, নির্বিকারী জীবন হলো উদাহরণ স্বরূপ, রূপ হলো তেজস্বিনী l রাজযোগের অভ্যাসে হয়েছেন সুখ আর আনন্দদায়িনী, পরমপিতার সঙ্গে সম্বন্ধ জুড়ে হয়েছেন এই দেবী ব্রহ্মচারিণী l*

💥 *তৃতীয় দেবী চন্দ্রঘণ্টা*

*শান্তি আর সুখের দেবী l সিংহবাহিনী দর্শায় নির্ভয়তা এবং বাহাদুরী l মাতার উপর অর্ধ চন্দ্র হলো শীতলতা স্বরূপ, বিকার বিধ্বংসী আদ্যাশক্তি স্বরূপ l*

💥 *চতুর্থ মাতা কুষ্মাণ্ডা*

🔱 *জ্ঞান সূর্য শিবের আলোকে আলোকিত দেবী হলেন কুষ্মাণ্ডা l আজ্ঞান নিদ্রায় শায়িত সৃষ্টিকে ঈশ্বরীয় জ্ঞানে শক্তির প্রদানকারিণী এই দেবী সূর্যালোক অর্থাৎ সূর্যবংশীতে বিচরণ কারিণী, সিংহবাহিনী আদি শক্তি l*

💥 *পঞ্চম দেবী স্কন্দমাতা*

🔱 *স্কন্দ অর্থাৎ কার্তিকের মাতা হলেন স্কন্দমাতা l বরদান আর জীবনমুক্তি দাত্রী, কমল পুষ্পে বিরাজিতা এই দেবী l*

💥 *ষষ্ঠ দেবী কাত্যায়নী*

🔱 *যোগসাধনার আজ্ঞাচক্রে অধিষ্ঠাত্রী দেবী l ইনি পরমাত্মার আজ্ঞায় চলে মহিষাসুর রূপী বিকারের বিনাশ করেন l*

💥 *সপ্তম দেবী কালরাত্রি*

🔱 *বিকার বিরুদ্ধ কালী রূপ, শ্যামলা রং, অস্ত - ব্যস্ত কেশ, ভীষণ দর্শনা l তাঁর নির্ভয় অবস্থা হলো সাহস আর নির্ভয়তার সূচক, লৌহ সম শস্ত্র হলো দৃঢ়তার কবচ l*

💥 *অষ্টম দেবী মহাগৌরী*

🔱 *আন্তরিক সৌন্দর্যের প্রতিমূর্তি ll ঈশ্বরীয় স্মরণ, পবিত্রতার দ্বারা মুক্তি এবং জীবনমুক্তির প্রাপ্তি করান l শ্বেত - বস্ত্রধারিণী আর ডমরু - পবিত্রতা আর জ্ঞানদাত্রী l সর্বপ্রাপ্তির বরদাতা এবং ঈশ্বরীয় রাজ্য - ভাগ্য বিধাতা l*

💥 *নবম দেবী সিদ্ধিদাত্রী*

🔱 *দৈবী শক্তির বরদাতা, ঈশ্বরীয় জ্ঞানের বর্ষণকারিণী, সম্পর্কের সত্যতা প্রদানকারিণী হলেন এই দেবী l ঈশ্বরীয় জ্ঞান অমৃতের পান করান এই দেবী, নিরাকার শিব পরমাত্মার মধ্যম -- ইনিই অর্ধনারীশ্বর l*

🌻🌻 *চৈতন্য দেবীদের জ্ঞানের প্রকাশ দ্বারা আমরা করবো জ্ঞানের শৃঙ্গার l আত্মিক গুণের শৃঙ্গারে প্রত্যেক নারীই শক্তির অবতার l*🌻🌻

🙏ওম শান্তি 🙏

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন