কেন শিবের (আসলে শব) বুকে মায়ের পদচিহ্ন ? Why kali stands on shiva - RajaYogaBD

রাজযোগ

মায়ের জিহ্বা রক্তাক্ত লাল হলেও তার দাঁত ধপধপে সাদা। রক্তাক্ত লাল রঙ হল রজোগুণ আর ধপধপে সাদা রঙ হল সতোগুণের প্রতীক। জিহ্বা কামড়ে ধরে মা এটাই বোঝাচ্ছেন যে, সতোগুণ দ্বারা আমাদের রজোগুণকে এইভাবেই দৃঢ়ভাবে আটকাতে হবে।
রজোগুণ কোন্ গুলি ?
কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার রূপী পাঁচ বিকার।
যেন কোন অবস্থাতেই এই রজোগুণ আমাদের ভিতর প্রবেশ করতে না পারে। এখনে রক্তপানের কোন বিষয়ই নেই, বিষয়টি হল সতোগুণ দ্বারা রজোগুণকে দমন করার।

কেন শিবের (আসলে শব) বুকে মায়ের পদচিহ্ন ?

মা কালী অর্থাৎ আত্মা যা (বর্তমানে কালো হয়ে গেছে) হল বিবর্তমান কালের বর্তমান-ভূত-ভবিষ্যৎ সর্বকালের উর্দ্ধে । আত্মাকে কাল খেতে পারে না। তাইতো মহাকালীর পায়ের নিচে শায়িত মহাকাল।

শঙ্কর হলেন প্রলয়ের দেবতা, ধ্বংসের দেবতা। অপর দিকে মাও এসেছেন প্রলয় ঘটাতেই। তারপর তিনি তার প্রলয়কারী শক্তিকে নিজের পায়ে নিজে দমন করে বুঝিয়েছে যে শক্তি থাকলেই তা প্রয়োগ করা উচিত নয়, নিজের শক্তিতে নিজের নিয়ন্ত্রণ চাই। তাই আজও এই সৃষ্টি টিকে আছে, নয়তো তা কবেই ধ্বংসপ্রাপ্ত হতো। আমাদের ভিতরকার ধ্বংসাত্মক শক্তিকে নিয়ন্ত্রণ করার শক্তিও চাই। আমরা যেন আমাদের নিজেদের ক্ষমতার অপব্যবহার না করি। আমাদের ধ্বংসাত্মক শক্তি যেন আমাদের নিয়ন্ত্রণের বাইরে না যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন