কর্ম শ্রেষ্ঠ করার বিধি কি - What's The Best Way to Act - RajYogaBD


😊 কর্ম শ্রেষ্ঠ করার বিধি কি 😊


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

আমাদের কর্মে যত শ্রেষ্ঠতা আসবে ততই সেই কর্ম সুন্দর হতে থাকবে, যে কর্ম হবে মানুষের হিতকারী l কর্ম দু ধরনের চিন্তার ফলে হয়ে থাকে l এক হলো ব্যর্থ চিন্তা আর এক হলো সমর্থ চিন্তা l যখন আমাদের সংকল্প সমর্থ এবং শ্রেষ্ঠ হয় তখন কর্মও শ্রেষ্ঠ হয়ে থাকে l যখন আমাদের সংকল্প ব্যর্থ চলতে থাকে , সেই ব্যর্থ সংকল্পই হয় আমাদের পতনের কারণ, কেননা সংকল্পই কর্মে পরিণত হয় l শ্রেষ্ঠ কর্ম যা আমরা বার বার করি, তাই আমাদের সংস্কারে পরিণত হয় আর এই সুন্দর সংস্কারের কারণে আমাদের জীবন হয় মহান, আমরা হই মহান আত্মা, কারণ সেই ব্যক্তিত্বের ঝলকই আমাদের চেহারা আর কর্মে প্রত্যক্ষ হয় l এই শ্রেষ্ঠতা দেখা যায় আমাদের সংস্কারে, আর সংস্কার শ্রেষ্ঠ হওয়ার কারণে আমাদের কর্ম হয় শুদ্ধ, শ্রেষ্ঠ এবং সমর্থ l তাই আমাদের বার বার নিজের সংকল্পকে চেক করা উচিত যে, আমাদের সংকল্প তো কখনো ব্যর্থ চলছে না ? কেননা শুদ্ধ সংকল্পের কারণেই একজন মানুষ সুন্দর চিন্তা আর কর্মের মালিক হতে পারে l কারণ আমরা যে প্রতি মুহূর্তে কর্ম করি, মনে চলতে থাকা বিচার আর সংকল্পও কিন্তু কর্মের মধ্যেই পড়ে l এই সংকল্প বা কর্মের দ্বারাই মানুষ ভালো বা খারাপ হয়ে থাকে l তাই আমরা যাতে সুন্দর, শ্রেষ্ঠ এবং জনকল্যাণকারী কর্ম করতে পারি তার উপায় হলো .....আমাদের সংকল্পে অ্যাটেনশন দেওয়া l বার বার চেক করা যে এখন আমার বুদ্ধিতে কি চলছে l সুন্দর সংকল্পই করতে পারে শ্রেষ্ঠ কর্মের সৃজন l আর এই শ্রেষ্ঠ কর্মই পারে যেমন আমাদের সুখী করতে তেমনই সমস্ত মানুষকে সুখী করে তুলতে l

🙏 ওম শান্তি 🙏

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন