রাজযোগ , রাজযোগ মেডিটেশন , আধ্যাত্মিক ব্লগ তথ্যাদি নিয়ে আলোচনা করা হয়।
আত্মা কি ? What is soul - RajaYogaBD
ওম্ শান্তি।* বাচ্চাদের জন্যে বেহদের বাবার আদেশ হল যে অশরীরী হয়ে থাকো অর্থাৎ নিজেকে আত্মা নিশ্চয় করে এই কর্মেন্দ্রিয় থেকে নিজেকে আলাদা ভাবো। এই শরীরটি ডিপেন্ড করে অর্থাৎ নির্ভর করে আত্মার উপরে। আত্মা আলাদা হয়ে গেলে শরীর কোনো কাজের থাকেনা, যাকে তারপরে পোড়ানো হয়। যখন আত্মা বেরিয়ে যায় তখন মৃত শরীর যেন আবর্জনা হয়ে যায়। আবর্জনা হয়ে যায় তো বলা এই আবর্জনা পুড়িয়ে ফেলো। আত্মা ব্যতীত এই শরীর কোনো কাজের নয়। সুতরাং অহম্ আত্মা হলাম ইম্মর্টাল অর্থাৎ আমি আত্মা হলাম অমর। এই শরীর যা পার্ট প্লে করার জন্যে প্রাপ্ত হয়েছে, সেটা হল বিনাশী। আত্মা বেরিয়ে গেলে এই শরীর কোনো কাজের থাকেনা। দুর্গন্ধ বেরোয়। শরীর ব্যতীত আত্মা সাইলেন্স থাকে। বাবা বোঝান তোমাদের আত্মার স্ব ধর্ম হল সাইলেন্স। তোমরা জানো আমরা আত্মারা বাস্তবে হলাম পরমধাম নিবাসী। পরম পিতা পরমাত্মা সেখানেই বাস করেন। যখন দুঃখ হয় তখন বাবাকে স্মরণ করা হয় - আমায় এই দুঃখ থেকে মুক্ত করুন। আত্মা-ই সুখ দুঃখ অনুভব করে। অনেক সন্ন্যাসীগন বলেন যে আত্মা হল নির্লিপ্ত কিন্তু নয়, আত্মাতেই খাদ পড়ে। খাঁটি সোনায় রূপা মেশালে সোনা ২৪ থেকে ২২ ক্যারেট হয়ে যায়। খাঁটি সোনায় খাদ মিশিয়ে গহনার জন্যে সোনা তৈরি করা হয়। আত্মা হল মুখ্য। আত্মাদের পিতা হলেন পরম পিতা পরমাত্মা। তিনি-ই এসে বাচ্চাদেরকে বলেন এখন দেহের ভান ত্যাগ করো। আমি আত্মা, আমি পিতার কাছে ফিরে যাই। আমরা হলাম পাণ্ডব। এই হল পাণ্ডবদের প্ল্যান। প্ৰথমে যাদব ইউরোপবাসী তারপরে কৌরব এবং এরা হল পাণ্ডব। সঠিকভাবে মহাভারী যুদ্ধ হয়েছিল এবং তারপরে জয়জয়কার হয়েছিল। এই রাজ যোগ হল নতুন দুনিয়া স্বর্গের জন্যে। পাণ্ডবদের হয়েছিল জয়জয়কার, আর সবকিছু শেষ হয়েছিল। জয়জয়কার হয় সত্যযুগে।
The unlimited Father’s order to the children is: Remain bodiless, that is, have the faith that you are souls and consider yourselves to be separate from your sense organs. The body depends on the soul. When the soul leaves, the body is of no use and is therefore cremated. When the soul leaves, the body becomes a corpse, rubbish. When there is rubbish, it is said: Burn this rubbish. This body is useless without a soul. Therefore, I, the soul, am immortal. The body you each receive to play your part is mortal. When the soul leaves, the body is of no use; it begins to smell. A soul without a body remains in silence. The Father explains: The original religion of you souls is silence. You know that you souls in fact reside in the supreme abode. The Supreme Father, the Supreme Soul, also resides there. When there is sorrow, everyone remembers the Father and says: Free us from this sorrow. It is the soul that experiences happiness and sorrow. There are many sannyasis etc. who say that the soul is immune to action. However, this is not so. Alloy is mixed in souls. When pure gold has silver mixed into it, it changes from 24 carat gold to 22 carat gold. When impurities are mixed into real gold, the jewellery is said to be gold-plated. The soul is the important thing. The Supreme Father, the Supreme Soul, is the Father of souls. He comes at this time and says to His children: Now renounce the consciousness of your body. I am a soul and I am going to the Father. We are the Pandavas. This is the plan of the Pandavas. First, there are the Yadavas, the people of Europe, then the
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন