একাগ্রতার শক্তি বাড়ানোর বিধি আর তার লাভ - রাজযোগ মেডিটেশন

একাগ্রতার শক্তি বাড়ানোর বিধি আর তার লাভ* 
*****************************************

*একাগ্রতার শক্তিকে বাড়াবার জন্য নিজের দুর্বল স্বভাব আর সংস্কার গুলোকে পরিবর্তিত কর। যখন এই সংকল্প আসবে যে, আমার স্বভাব এমন, তাহলে এই স্বভাব বাক্যের শ্রেষ্ঠ মানে-তে স্থিত হয়ে যাও ।স্বভাব মানে হলো স্ব-ভাব বা সকলের প্রতি আত্মিক ভাব আর যখন সংস্কার শব্দটি বলো, তখন অনাদি আদি সংস্কার গুলোকে স্মৃতিতে আনো !

*একাগ্রতার শক্তিকে বাড়াবার জন্য মন বুদ্ধিকে শ্রেষ্ঠ স্থিতির স্থান দিও। যেমন শরীরকে বসাবার জন্য স্থূল জায়গা দাও, ঠিক সেইভাবে ভালো স্থিতির অনুভবে স্থিত হয়ে যাও ।মন বুদ্ধিকে একাগ্র কর, ভিন্ন ভিন্ন স্থিতিতে বিস্মৃত হবে না।

*একাগ্রতার শক্তিকে বাড়াবার জন্য শুধুমাত্র এক বাবা আর কেউ যেন সংকল্পেও না আসে। এক বাবার মধ্যে সমস্ত বিশ্বের সর্ব প্রাপ্তি গুলোর অনুভূতি হবে। এক- এই একে তিনি যখন এমন শ্রেষ্ঠ স্থিতি হয়ে যায়, তখন সব সংকল্প গুলো বাবার সমান হওয়ার অনুভব করায় । এখান এই আধ্যাত্মিক শক্তির ব্যবহার করো। এর জন্য একান্তর সাধন ব্যবহার করো। একেই-র অন্ততে মিশে যাও ।

*একাগ্রতার শক্তিকে বাড়াবার জন্য বিশেষ করে সময় বের করো। এমন না যে সময় হলে তখন করবো। এমন যেন না হয়। যতখানি সময় পাচ্ছ, যদি এক সেকেন্ডও পাও, তাহলে সেটা অভ্যাস এর জন্য জমা করতে থাকো। এক সাথে ৫ মিনিটও যদি পাচ্ছ না, তাহলে সেকেন্ড সেকেন্ড করো, তাহলেও আধ ঘন্টা হয়ে যাবে। চলতে ফিরতে, কাজকর্ম করতে করতে অভ্যাসী হওয়ার চেষ্টা করো। যেমনি চাতক পাখি এক এক ফোঁটা জলের জন্য তৃষ্ণার্থ হয়। তেমনই স্ব-অভ্যাস চাতকের মতো এক এক সেকেন্ড করে অভ্যাস করলে অভ্যাস স্বরূপ হয়ে যাবে ।

*একাগ্রতার শক্তিকে বাড়াবার জন্য এখন আলস্য (lazyness) আসবে না । এই অভ্যাস দ্বারা এই প্রথম ডিভিশনে আসতে পারবে। সাইলেন্সের (silence) জায়গা আর পরিস্থিতিতে একাগ্র হওয়া এইটা খুবই সাধারণ কথা হল, কিন্তু চারিদিকে কোলাহল এর মাঝে সেই এক-এর অন্তে মিলিয়ে যাও অর্থাত একান্তবাসী হয়ে যাও। একান্তবাসী হয়ে একাগ্র স্থিতিতে স্থিত হয়ে যাওয়াটাই মহান পুরুষার্থ !

*বর্তমান সময় অনুসারে এখুন বাণপ্রস্থ অবস্থার কাছে আছো। বাণপ্রস্থী সুধু একান্ত আর স্মরণে থাকেন। তালে আপনারা সবাই বেহদের বান্প্রস্থী সর্বদা একেইর অন্তে অর্থাত নিরন্তর একান্ত তে সর্বদা একাগ্রচিত্ত হবার অভ্যাস করো। সর্বদা সেই একেরই স্মরণে থাকবে । সমান হওয়াটাই হলো মিশিয়ে যাবা।

*এই একাগ্রতার শক্তি সহজ ভাবে নির্বিঘ্ন করে দেবে। মেহনতের দরকার পড়বে না। সহজ একরস স্থিতি হয়ে যাবে ।এই একাগ্রতা সর্বদা সর্ব এর প্রতি কল্যানের বৃত্তি, ভাই-ভাই এর দৃষ্টি নিজে নিজে এই সহজ ভাবে নিয়ে আসবে। সমস্ত আত্মাদেরকে সম্বন্ধে স্নেহ, সম্মান, স্বমান এর কর্ম সহজ ভাবে অনুভব হবে।

*এই একাগ্রতার শক্তি দ্বারা যে কোনো আত্মার কাছে আপনার মেসজ যেতে পারে। এই শক্তি দ্বারা যে কোনো আত্মার আহবান করতে পারেন। যে কোনো আত্মার কথা আপনি বুঝে নিতে পারবেন। দুরে থাকা যে কোনো আত্মাকে সহযোগ করতে পারো। এই জন্য বিশেষ ভাবে এই শক্তি টা কে বাড়াও।

*একাগ্রচিত থাকলে মন বুদ্ধি সর্বদা আপনাদের অর্ডার হিসাবে চলবে। স্বপনে ও সেকেন্ড মাত্র নড়াচড়া হবে না, আত্মা সর্বদা সুখ, শান্তি আর আনন্দও এর অনুভূতি করতে থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন