জীবন কমল পুষ্পসমান কীভাবে বানানো সম্ভব ?- রাজযোগ মেডিটেশন

জীবন কমল পুষ্পসমান কীভাবে বানানো সম্ভব ?* 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

স্নেহ প্রেম প্রীতি পূর্ণ ভালোবাসার বাসা অর্থাৎ বাড়িতে এর অভাবের কারণে আজ অধিকাংশ পরিবারেই ছোটো ছোটো খুবই সামাণ্য কারণেই বাড়ির পরিবেশ ভাড়ি হয়ে পড়ে অশান্তিময় হয়ে ওঠে। মানুষের মধ্যে সততা বিশ্বাসেরও অভাব দেখা যাচ্ছে। নৈতিক মূল্যের মানও নিম্নগামী। কর্মস্থল, ব্যবসায়ীকস্থল, গৃহ কিংবা রান্নাঘরই হোক,সব স্থানেই পারস্পরিক সম্পর্ককে সুন্দর করে তোলা, পরিস্থিতি অনুসার নিজেকে মানিয়ে নেওয়া এবং মিলেমিশে থাকা খুবই জরুরী। নিজের স্থিতিকে ঠিক ও যথাযথ রাখতে হলে বর্তমানে প্রত্যেকের মনোবলকে আরও বৃদ্ধি করা আবশ্যক। এর জন্য যোগ খুবই সহযোগী হয়ে উঠতে পারে। 
রাজযোগের অভ্যাসের মাধ্যমে শান্তির সাগর পরমাত্মার সাথে নিজের সম্মন্ধ স্থাপন সম্ভব। আর এই অভ্যাসের ফলস্বরূপ নিজের পরিবারের সকলকে সুখ শান্তি ভালোবাসার মালায় গাঁথতে পারবেন। সকলেই সেই পরিবেশে এলে আনন্দ ও শান্তির অনুভব করবেন আর সেই পরিবার এক সুশৃঙ্খলিত এবং সুখী পরিবার হয়ে উঠবে। দিব্য জ্ঞান লাভ করার ফলে মানুষ তার বিকারগুলিকে ত্যাগ করে বিশেষ গুণগুলিকে ধারণ করে। এর জন্য যে মনোবল আবশ্যক তা সে যোগের মাধ্যমেই লাভ করতে থাকে। এই ভাবে সে নিজের জীবনকে কমল পুষ্পের মতো বানানোর যোগ্য হয়ে ওঠে। 
কমল পুষ্পের বিশেষত্ব হল পদ্ম জলে বা পাঁকের মধ্যে থাকলেও পাঁক তার খায়ে লাগেনা। যদিও জলের নীচে তার সমগ্র পরিবার অর্থাৎ ডাটা শাখা-প্রশাখা সমস্তই রয়েছে, তাও পদ্ম সেই সকল কিছুর উপরেই থাকে। এই ভাবে আমাদেরও সংসারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে থাকলেও বন্ধনমুক্ত (detached) ,অর্থাৎ মোহজিত হয়ে থাকতে হবে। অনেকেই বলবেন সংসার জীবনে এমনটি হওয়া অসম্ভব। তাই যদি বলেন হাসপাতালে নার্স অনেক অনেক বাচ্চাকে দেখাশোনা করলেও সে মোহরিহত হয় কীভাবে? তেমনই আমাদেরও উচিত সকলকে পরমপিতা পরমাত্মার সন্তান ভেবে ন্যাসী(trustee ) হয়ে সকলের সাথে ব্যবহার করতে হবে। একজন বিচারপতিও যে রায় দেন নিজে তার দ্বারা প্রভাবিত হন না। তেমনই আমাদেরও সুখ দুঃখ যে কোনো পরিস্থিতিকেই সাক্ষীদ্রষ্টা হয়ে দেখতে হবে। এর জন্য রাজযোগের প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন