মাতেশ্বরী জগদম্বা স্বরস্বতী মাম্মার বিশেষত্ব - রাজযোগ মেডিটেশন

*মিষ্টি মাম্মার বিশেষত্ব*.....
জ্ঞানের সার কথা......... মৌন থাকা.... মাম্মার জীবনে এটা আমারা বিশেষ বাস্তব রূপে দেখি। মাম্মার বিশেষ গুণ ছিলো..... ধৈর্য আর গাম্ভীর্য ।..... জ্ঞানী আত্মার প্রথম পরিচয় হলো সে জ্ঞানময়, গুণময় হবে । যেমন আমাদের মাম্মা । কেননা মাম্মার গুণ আর কর্ম এর সম্বন্ধ থেকে এই সব জানা যায় ।......... মাম্মা কেবল, "বাবা", "বাবা" জপ করতেন না । খুবই শ্রদ্ধাশীল ছিলেন বাবার প্রতি ।................. যারা পড়ান তাদের শ্রদ্ধা, সময়মতো ক্লাসে আসা, অমৃতবেলা পালন করা, এইসব খাঁটি পুরুষার্থ যারা করেন, তাদের প্রেরণা দেয় ।
তাদেরকে দেখে এমন মনে হয় কি আমিও এইরকম নিয়ম পালন করি ।তাই আমরাও আমাদের চাল চলন, ওঠা বসা, কথা বার্তা এই সবের ওপর নজর দেব, এবং নিজের জন্য খাঁটি পুরুষার্থ করার সদিচ্ছা রাখলে বাবা ও আমাদের শক্তি দিয়ে ভরপুর করে দেন ।...................... আমারও বাবা, মাম্মার মত হতে পারব । মিষ্টি মাম্মা " Goddess of wisdom" ছিলেন । মাম্মা মূহুর্তে বুঝতে পারতেন যে এর মনে ব্যর্থ চিন্তা ভাবনা চলছে, তাকে সামনে বসিয়ে ব্যর্থ চিন্তা, পরচিন্তন, এই সব কে এমন ভাবে শেষ করে দিতেন যে এই সব তার স্মৃতিতেই থাকত না । সব খারাপ চিন্তা বিস্মৃত হয়ে যেত । এমনই ছিলেন আমাদের মাম্মা ।......
💢💢💢💢💢💢💢💢💢
🌻🌻 *মাতেশ্বরী জীর জীবনের অমূল্য বিশেষত্ব*🌻🌻

২০ - ০৬ - ২০১৯

*মাম্মা যখন মুরলী চালাতেন, তখন সবাই এমনভাবে তন্ময় হয়ে শুনতো যে মূর্তিবৎ হয়ে যেতো । মুরলী দেড় ঘণ্টা চলতো, তখন সবাই একাগ্র হয়ে বসে শুনতো । মাম্মার মুরলী এমন মধুর হতো যে তা বলার নয় । সম্পূর্ণ যজ্ঞে দেখা গেলে, মাম্মা সবথেকে কম কথা বলতেন ।*

🌹🌹মধুবন 🌹🌹

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

মাম্মার দৃষ্টি বিচিত্র ছিল। যেমন বাবার দৃষ্টি পরামাত্র আমরা সব কিছু ভূলে এক অতীন্দ্রিয় অনুভূতিতে মগ্ন হয়ে যাই, ঠিক একই ভাবে মাম্মার দৃষ্টি, মুখমন্ডল এতো আত্মিক, আধ্যাত্মিক ছটায় পরিপূর্ণ ছিল যে সামনের ব্যক্তি নিজেকে এই দেহ আর দুনিয়ার থেকে পৃথক অনুভব করতো।

_-----------------------------
☀ *মাতেশ্বরী জীর জীবনের অমূল্য বিশেষত্ব*☀

২৭ - ০৬ - ২০১৯

*মাতেশ্বরী জীর নিজের পুরুষার্থের প্রতি খুবই নজর থাকতো । তাঁর মুখ থেকে সর্বদা এই কথাই বের হতো যে ---"যেমন কাজ আমি করবো, আমাকে দেখে অন্যেও তেমন করবে ।" মাম্মাকে কখনোই উঁচু স্বরে কথা বলতে দেখা যায় নি ।*

💚💚 মধুবন 💚💚

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন