ঈশ্বরকে পাওয়ার সহজ উপায় -🌷🌷*
*ভক্তিমার্গে মানুষ নানাভাবে ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করে এসেছে -----মন্দিরে, মসজিদে মাথা ঠুকেছে -----মানত করেছে ------কান্নাকাটি করেছে -----উপোস করেছে -----জপ - তপ, ব্রত, নিয়ম সবই পালন করেছে -----তীর্থে - তীর্থে ঘুরে ঈশ্বরের সন্ধান করেছে -----কিন্তু পায় নি ঈশ্বরকে -----কারণ তারা জানতে পারে নি প্রকৃত ভগবান কে -----কিভাবে তাঁকে পাওয়া যায় -----আর এই না জানার কারণে বারে বারে বিভ্রান্ত হয়েছে l*
*আজ স্বয়ং ভগবান এসে আমাদের সকলকে বলে দিচ্ছেন তাঁকে পাওয়ার সহজ -সরল উপায় l কি করলে তাঁকে সহজেই পাওয়া যায় কারণ তিনি না জানালে তাঁকে জানতে পারা বা তাঁকে অর্জন করা যায় না ----*
💥💥 *আসুন স্বয়ং ভগবানের কাছ থেকে জেনে নিই -----কিভাবে তাঁকে পাওয়া যায় -----*💥💥
*ভগবান বলছেন -----*🌷🌷
💥 *তিনি নিরাকার*
💥 *দেহধারী নন*
💥 *রূপ -- জ্যোতির্বিন্দু*
💥 *নাম -----শিব, শিবের অর্থ - পরম কল্যাণকারী -------*
💥 *নিবাস ---পরম ধাম, নির্বাণধাম, মুক্তিধাম, ব্রহ্মলোক, সুইট হোম, লাল প্রকাশময় জগত l এ সবই একই জায়গার নাম ----যেখানে স্বয়ং ভগবান থাকেন ----*
💥 *ভগবান এখন এসে বলছেন ------ তিনি কখনোই সর্বব্যাপী নন l কল্পের সঙ্গম যুগে তিনি একবারই এসে সমস্ত আত্মাকে তাঁর পরিচয় দান করেন l বলে দেন তাঁকে পাবার উপায় l*
💥 *সেই ভগবান শিব বাবাকে পেতে হলে সর্বপ্রথম নিজেকে আত্মা নিশ্চিত করতে হবে l*
💥 *সুখ, শান্তি, পবিত্রতা, প্রেম, শক্তি, জ্ঞান এবং আনন্দ ---- শিববাবার এই সাত গুণে নিজেকে সমৃদ্ধ করতে হবে এবং এই গুণের দানই করতে হবে বিশ্বের আত্মাদের ------*
💥 *সকল আত্মাকে স্নেহের দৃষ্টিতে দেখতে হবে ------ভুল কর্মের জন্য যেমন নিজেকে ক্ষমা করতে হবে, তেমনি এই ক্ষমার দান করতে হবে অন্য আত্মাদেরও -----*
💥 *নিজে রুহানী গোলাপ হয়ে সেই সুগন্ধ ছড়িয়ে দিতে হবে চতুর্দিকে -----*
💥 *মন - বচন এবং কর্মে শুদ্ধ এবং শ্রেষ্ঠ সঙ্কল্প রাখতে হবে -----*
💥 *অপকারীর উপকার করতে হবে ----*
💥 *অন্যের দোষ না দেখে, নিজের দোষ সম্বন্ধে সচেতন হতে হবে ----*
💥 *এই বিশ্বের সকল আত্মাই এক পরমাত্মা শিবের সন্তান মনে করে ----- সকলের প্রতি প্রেম ভাব , শুদ্ধ ভাব , দয়া এবং ক্ষমার ভাবনা, প্রত্যেকের জন্য শুভ কামনা করতে হবে -----*
💥 *কখনোই কোনো পরিস্থিতিতে বিচলিত হওয়া চলবে না -----পরিস্থিতি যাই হোক, তাকে এই বিশ্ব নাটকের খেলা মনে করে নিশ্চিন্ত এবং সাক্ষীভাবে থাকতে হবে -----*
💥 *এই সমস্ত কিছু সম্ভব হবে যদি আমরা শিব বাবার সঙ্গে যোগযুক্ত হতে পারি ----তাই নিরন্তর তাঁকে স্মরণ করতে হবে ----তবেই তিনি আমাদের মধ্যে সঞ্চার করবেন এই দিব্য গুণ ------সেই গুণে গুণান্বিত হয়ে, তাঁর সম হয়ে তাঁকেই লাভ করতে পারবো আমরা -----*
💥 *স্বয়ং ভগবানের কথা শুনলে -----তিনিও অবশ্যই আমাদের কথা শুনবেন আর আমাদের করে দেবেন গুণবান দেবতা l*
🙏🙏ওম শান্তি 🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন