মিষ্টি মাতেশ্বরী জগদম্বা স্বরস্বতী মিষ্টি মাম্মার মধুর শিক্ষা 

মিষ্টি মাম্মার মধুর শিক্ষা 

একবার মাম্মা ক্লাস শেষ হওয়ার পর, মেয়েদের সাথে বসে ছিলেন l মাম্মার প্রতিটি শব্দে প্রেমের সাথে সাথে রহস্য ভরা থাকতো l মাম্মা সবসময় বলতেন, প্রত্যেক মানুষকে সুখ দান করো l

পাঁচ তত্বকেও দুঃখ দেওয়া উচিত নয় l যদি কেউ জোর কদমে জুতোর আওয়াজ তুলে চলতো, তাহলেও মাম্মা বলতেন যে, ধীরে চলো ☺🚶, এই ধরিত্রীকেও 🌍 কষ্ট দেওয়া উচিত নয় l তোমরা এই পঞ্চ তত্বকেও সুখ দান করো যাতে এই তত্বও তোমাদের সুখী করতে পারে l যেমনভাবে একজন মা তার সন্তানকে সমস্ত বিষয়ে শিক্ষা দেন, বা বুঝিয়ে বলেন যে কেমন করে কথা বলতে হবে, কেমন ভাবে চলতে হবে বা ব্যবহার করতে হবে, মাম্মাও ঠিক একই ভাবে শিক্ষা দিয়ে বাচ্চাদের যোগ্য করে তুলতেন l এমনই ছিলেন আমাদের অতি প্রিয় মাম্মা, স্নেহের মূর্তি, শক্তি রূপ ত্যাগী তপস্বী, বাপদাদার সম্পূর্ণ আজ্ঞাকারী l

পবিত্রতার প্রতিমূর্তী মাম্মা
♣♣♣♣♣♣♣

মাম্মার চেহারাতেই পবিত্রতার উজ্জ্বল দিপ্তী ছিল। এই পবিত্রতার গুণের কারণেই জগদম্বা রূপে মাম্মা রূপে তিনি গায়ন ও পূজনযোগ্য হয়েছেন। মাম্মা হলেন ব্রহ্মার পুত্রী। সম্বোধনেই এত স্বচ্ছতা, পবিত্রতার শক্তি তাতেই তিনি হয়ে গেলেন জগদম্বা।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

🌹🌹ওম শান্তি 🌹🌹

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন